Home Miscellaneous মহাপুণ্য তিথিতে পুরীর শ্রীমন্দিরে করোনা মুক্তিতে বিশেষ যজ্ঞ

মহাপুণ্য তিথিতে পুরীর শ্রীমন্দিরে করোনা মুক্তিতে বিশেষ যজ্ঞ

8
0
Narasimha
Narasimha

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: চতুর্দশী চিত্রা নক্ষত্রের মহাপুণ্য তিথি ছিল কাল। বিষ্ণুর দশ অবতারের চতুর্থ, নৃসিংহদেবের আবির্ভাব দিবস। সূত্রের খবর, বিশ্বব্যাপী করোনা থেকে মুক্তি পাওয়ার জন্য পুরীতে বিশেষ পুজো-যজ্ঞ হল। মন্দির পরিচালন কমিটির সদস্য ও পুরোহিতরা এই আয়োজন করেন। পুরীর রাজা দিব্যসিংদেবের পক্ষ থেকে জগন্নাথ মন্দিরের নৃসিংহ বন্দনায় করোনা মুক্তির সংকল্পও করা হয়েছে।

জানা গিয়েছে, বসন্ত, কলেরা, প্লেগ ও ম্যালেরিয়ার মতো সংক্রামক ব্যাধি মহামারীর আকার নিলে ভক্তদের রক্ষা করতেই তখন এগিয়ে এসেছেন নৃসিংহদেব। এবারও পুরীর শ্রীমন্দিরে করোনা মুক্ত দেশ ও বিশ্ব চেয়ে বিশেষ যোগ্য করা হল। মন্দির পরিচালন কমিটির অন্যতম সদস্য ও প্রধান শিঙ্গারী নীলকণ্ঠ মহাপাত্র এই পুজোর মাহাত্ম্য ব্যাখ্যা করে জানিয়েছেন, বিষ্ণুর অংশ মহাপ্রভু জগন্নাথদেবের কৃপায় পুরীতে একজনের করোনা হয়নি। তাই গ্রীন জোনে এখন রথ নির্মাণ শুরু হয়েছে। এবার করোনা থেকে দেশকে বাঁচাতে, ভক্তদের রক্ষা করতে নৃসিংহদেবের পুজো ও যজ্ঞ হল।

আবার এই পুণ্য মুহূর্তে নদিয়ার মায়াপুর ও কলকাতায় বিশেষ যজ্ঞ ও পুজো হয়েছে বলে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here