সিবিএসই দশম-দ্বাদশের পরীক্ষা লিখিত আকারেই হবে
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: পরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত নয়। ২০২১সালের সিবিএসই দশম-দ্বাদশের পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে বোর্ড । সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন সিবিএসই বোর্ডের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, ২০২১ সালের পরীক্ষা অনলাইনে হওয়ার সম্ভাবনা নেই। লিখিত আকারে পড়ুয়াদের পরীক্ষা দিতে হবে। উল্লেখ করা যায়,দশম এবং দ্বাদশের পরীক্ষার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। সিবিএসই দশম-দ্বাদশের পরীক্ষা অনলাইনে নয়, লিখিত আকারেই পড়ুয়াদের পরীক্ষা দিতে হবে।
সূত্রের খবর,করোনা পরিস্থিতিতে ১৬ মার্চ থেকে বন্ধ ছিল স্কুল। ২০২০ সালের বোর্ডের পরীক্ষা শেষ পর্যন্ত পরিচালনা করা সম্ভব হয়নি। সেপ্টেম্বরের পরে স্কুল খোলার বিষয়ে ভাবনা-চিন্তা করা হলেও করোনা সংক্রমণ বাড়তে থাকায় বন্ধই রাখা হয়েছে স্কুল। দু-একটা রাজ্যে স্কুল খোলা হলেও পড়ুয়াদের মধ্যে সংক্রমণ বাড়তে থাকায় স্কুল বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করে রাজ্য প্রশাসন। অনলাইনে ক্লাস হলেও তা নিয়ে বহু সমস্যা রয়েছে। এরফলে পড়ুয়ারা পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন। বোর্ড সিলেবাসে কাটছাঁট করেছে। এক্ষেত্রে কিছুটা স্বস্তি পেয়েছে পড়ুয়ারা । পরীক্ষা ২০২১সালের নির্বাচনের আগে হবে না পরে হবে, তা নিয়ে চিন্তা বেড়েছে।