Apu-DurgaMiscellaneous 

সত্যজিৎ রায়ের সেই দুর্গা এবার পুজোর থিমে

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ভিন্ন দুর্গা। একদিকে কাশফুলের জঙ্গল। অন্যদিকে ভাইয়ের হাত ধরে ছুটে যাওয়া দিদির। সেই চেনা-পরিচিত ছবি আর দেখা মেলে না। দূরে কাশ-জঙ্গলের বুক চিরে ভেসে আসছে স্টিম ইঞ্জিনের ট্রেন। সূত্রের খবর, সত্যজিৎ রায়ের সেই দুর্গা এবার পুজোর থিমে দেখতে পাওয়া যাবে। উল্টোডাঙার অরবিন্দ সেতু সর্বজনীনে সেই ভাবনাই রূপ পেয়েছে। আয়োজক সূত্রের খবর, পথের পাঁচালীর সেই দুর্গা অভাবের মধ্যেও স্বপ্ন দেখত। মাত্র ৩ দিনের জ্বর কেড়ে নিয়েছিল তার প্রাণ। করোনা পরিস্থিতিতে তা-ও স্মরণ করতে প্রত্যয়ী পুজোর উদ্যোক্তারা।

Related posts

Leave a Comment