কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : “আম্ফান” পরবর্তী পরিস্থিতিতে মজুত খাদ্যসামগ্রী বাঁচাতে মরিয়া রাজ্য। “আম্ফান”-এর ভয়ঙ্কর প্রভাবে রাজ্যের রেশন ব্যবস্থার উপর কতটা পড়বে, তা নিয়ে দুশ্চিন্তা বেড়েছে রাজ্য প্রশাসনের। সূত্রের খবর, এতদিন পর্যন্ত রেশনকার্ডধারীদের জন্য রেশন বিলি চলছিল। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন রাজ্যে ফেরত আসা পরিযায়ী শ্রমিকেরা। এই বাড়তি চাপ সামাল দিতে এখন খাদ্য দফতরের দুশ্চিন্তা “আম্ফান”-এর প্রভাব থেকে মজুত খাদ্যসামগ্রী সুরক্ষিত রাখা। উল্লেখ্য, চলতি মাসে রেশনের মাধ্যমে খাদ্যসামগ্রী বিলি একপ্রকার শেষ। আবার জুন মাসের প্রথমদিন থেকে রেশন চালু করার পরিকল্পনাও একপ্রকার চূড়ান্ত হয়েছে। জানা গিয়েছে, রাজ্যের গুদাম ঘরগুলি থেকে ডিলার ডিস্ট্রিবিউটারেরা ইতিমধ্যেই চাল সংগ্রহ শুরু করছেন রেশন দোকানে পাঠানোর জন্য। আম্ফান বিপর্যয়ের পর এই ভয়াবহ অবস্থায় রেশন সামগ্রী সুরক্ষিত রাখাই এখন বড় চ্যালেঞ্জ সরকারের। খাদ্য দপ্তর সূত্রের খবর, রেশনের উপভোক্তার সংখ্যা বাড়বে বলে মনে করা হচ্ছে। তবে রাজ্যে খাদ্যসামগ্রীর মজুত নিয়ে সমস্যা নেই। খাদ্যসামগ্রী “আম্ফান”-এর প্রকোপ থেকে কতটা সুরক্ষিত রাখা যাবে, তা নিয়ে সংশয় বেড়েছে রাজ্য প্রশাসনের। চালে জল পড়লে তা দ্রুত নষ্ট হয়ে যাবে। জল থেকে রক্ষা করার তাগিদও রয়েছে রাজ্য প্রশাসনের।