Home Miscellaneous বিপর্যয়ে মানুষের পাশে থাকার বার্তা মমতার

বিপর্যয়ে মানুষের পাশে থাকার বার্তা মমতার

39
0
Amphan Effect-8
Amphan Effect-8

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : করোনা ও ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত মানুষ। বিপর্যয়ে পাশে দাঁড়াতে সর্বস্তরে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে দলের জেলা সভাপতি, পর্যবেক্ষক ও জনপ্রতিনিধিদের সঙ্গে এক ভিডিও বৈঠকে তাঁর স্পষ্ট নির্দেশ, এখন রাজনীতির সময় নয়, রং দেখারও নয়। সে যে দলেরই সমর্থক হোক না কেন, দুর্গত মানুষ, বাংলার মানুষ- এটাই এখন একমাত্র পরিচয়।

পাশাপাশি তাঁর আরও নির্দেশ- সবার কাছে পৌঁছে দিতে হবে রেশন, ত্রাণ ও পুনর্বাসনের সরকারি পরিষেবা। মুখ্যমন্ত্রীর আরও বার্তা, ভিনরাজ্য থেকে ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের দেখভাল করতে হবে। সবাই যাতে চিকিৎসা পান, তা সুনিশ্চিত করার দায়িত্বও আমাদের সবার। আবার বিপর্যয়ের সময় দল কীভাবে সাধারণের পাশে দাঁড়াবে, সেই নিদানও দেন। প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বক্তব্য, এর অন্যথা হলে শাস্তির কোপ থেকে সংশ্লিষ্ট ব্যক্তিকে কেউ বাঁচাতে পারবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here