Home Government Jobs অসম পুলিশে ১,২৮৩ কনস্টেবল, ফায়ারম্যান

অসম পুলিশে ১,২৮৩ কনস্টেবল, ফায়ারম্যান

2
0
assam police1

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অসম পুলিশ রেডিও অর্গানাইজেশন (এপিআরও)-এ কনস্টেবল এবং ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেসে সাব-অফিসার, ফায়ারম্যান ইত্যাদি পদে ১,২৮৩ জনকে নিচ্ছে অসম পুলিশে। নিয়োগ হবে কমিউনিকেশন, মেসেঞ্জার, কার্পেন্টার সহ বিভিন্ন ডিসিপ্লিনে। প্রার্থীকে অসমের স্থায়ী বাসিন্দা হতে হবে।


অসম পুলিশ রেডিও অর্গানাইজেশন-এর অধীনে: কনস্টেবল অফ পুলিশ (কমিউনিকেশন): মোট শূন্যপদ ৮০২টি। ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স বিষয় নিয়ে বিজ্ঞান শাখার উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা আবেদন করতে পারেন। সঙ্গে ইলেক্ট্রনিক্স, টেলিকমিউনিকেশন, কম্পিউটার, আইটি বা সমতুল পরিবেশে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। মোট শূন্যপদের মধ্যে থেকে ৩০ শতাংশ শূন্যপদ মহিলাদের জন্য এবং ১০ শতাংশ শূন্যপদ আর্থিকভাবে দুর্বল প্রার্থীদের জন্য সংরক্ষিত আছে। গ্রেড পে ৬,২০০ টাকা।


কনস্টেবল অফ পুলিশ (ইউবি): মোট শূন্যপদ ৩টি। দ্বাদশ বা উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা আবেদন করতে পারেন। গ্রেড পে ৫,৬০০ টাকা।
কনস্টেবল অফ পুলিশ (মেসেঞ্জার): মোট শূন্যপদ ৭টি। এইচএসএলসি পাশ প্রার্থীরা ভারি ও হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্সধারী হলে আবেদন করতে পারেন। গ্রেড পে ৫,০০০ টাকা।


কনস্টেবল অফ পুলিশ (কার্পেন্টার): মোট শূন্যপদ ১টি। এইচএসএলসি পাশ প্রার্থীরা কোনও স্বীকৃত আইটিআই থেকে কার্পেন্টার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ করে থাকলে আবেদন করতে পারেন। গ্রেড পে ৫,০০০ টাকা।


ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেসের অধীনে: সাব-অফিসার: শূন্যপদ ৩টি। ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স বিষয় নিয়ে বিজ্ঞান শাখার দ্বাদশ/ উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা আবেদন করতে পারেন। গ্রেড পে ৬,২০০ টাকা।
ফায়ারম্যান: মোট শূন্যপদ ৪১০টি। গ্রেড পে ৫,০০০ টাকা। এমার্জেন্সি রেসকিউয়ার: মোট শূন্যপদ ৫৭টি। গ্রেড পে ৫,০০০ টাকা।


ফায়ারম্যান অ্যান্ড এমার্জেন্সি রেসকিউয়ার পদের ক্ষেত্রে বিজ্ঞান শাখার দ্বাদশ/ উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা আবেদন করতে পারেন।
জেলা অনুযায়ী শূন্যপদগুলি হল: বক্সা: শূন্যপদ ৪০টি (এপিআরও ২৫টি, ফায়ারম্যান অ্যান্ড এমার্জেন্সি রেসকিউয়ার ১৫টি)। বারপেতা: মোট শূন্যপদ ৭০টি (এপিআরও ৪৪টি, ফায়ারম্যান অ্যান্ড এমার্জেন্সি রেসকিউয়ার ২৬টি)।

বিশ্বনাথ: মোট শূন্যপদ ৩৩টি (এপিআরও ২১টি, ফায়ারম্যান অ্যান্ড এমার্জেন্সি রেসকিউয়ার ১২টি)। বঙ্গাইগাঁও: মোট শূন্যপদ ৩০টি (এপিআরও ১৯টি, ফায়ারম্যান অ্যান্ড এমার্জেন্সি রেসকিউয়ার ১১টি)। কাচার: মোট শূন্যপদ ৭১টি (এপিআরও ৪৫টি, ফায়ারম্যান অ্যান্ড এমার্জেন্সি রেসকিউয়ার ২৬টি)। চারাইদেও: মোট শূন্যপদ ১৯টি (এপিআরও ১২টি, ফায়ারম্যান অ্যান্ড এমার্জেন্সি রেসকিউয়ার ৭টি)।

চিরাং: মোট শূন্যপদ ২০টি (এপিআরও ১৩টি, ফায়ারম্যান অ্যান্ড এমার্জেন্সি রেসকিউয়ার ৭টি)। দারাং: মোট শূন্যপদ ৩৮টি (এপিআরও ২৪টি, ফায়ারম্যান অ্যান্ড এমার্জেন্সি রেসকিউয়ার ১৪টি)। ধিমাজি: মোট শূন্যপদ ২৮টি (এপিআরও ১৮টি, ফায়ারম্যান অ্যান্ড এমার্জেন্সি রেসকিউয়ার ১০টি)।

জোরহাট: মোট শূন্যপদ ৩৮টি (এপিআরও ২৪টি, ফায়ারম্যান অ্যান্ড এমার্জেন্সি রেসকিউয়ার ১৪টি)। কামরূপ: মোট শূন্যপদ ৬২টি (এপিআরও ৩৯টি, ফায়ারম্যান অ্যান্ড এমার্জেন্সি রেসকিউয়ার ২৩টি)। কামরূপ (এম): মোট শূন্যপদ ৪৪টি (এপিআরও ২৮টি, ফায়ারম্যান অ্যান্ড এমার্জেন্সি রেসকিউয়ার ১৬টি)।

কার্বি আংলং: মোট শূন্যপদ ২৭টি (এপিআরও ১৭টি, ফায়ারম্যান অ্যান্ড এমার্জেন্সি রেসকিউয়ার ১০টি)। করিমগঞ্জ: মোট শূন্যপদ ৫১টি (এপিআরও ৩২টি, ফায়ারম্যান অ্যান্ড এমার্জেন্সি রেসকিউয়ার ১৯টি)। কোকরাঝাড়: মোট শূন্যপদ ৩৫টি (এপিআরও ২২টি, ফায়ারম্যান অ্যান্ড এমার্জেন্সি রেসকিউয়ার ১৩টি)।

লখিমপুর: মোট শূন্যপদ ৪৩টি (এপিআরও ২৭টি, ফায়ারম্যান অ্যান্ড এমার্জেন্সি রেসকিউয়ার ১৬টি)। মাজুলি: মোট শূন্যপদ ৭টি (এপিআরও ৪টি, ফায়ারম্যান অ্যান্ড এমার্জেন্সি রেসকিউয়ার ৩টি)। মরিগাঁও: মোট শূন্যপদ ৪০টি (এপিআরও ২৫টি, ফায়ারম্যান অ্যান্ড এমার্জেন্সি রেসকিউয়ার ১৫টি)। ধুবড়ি: মোট শূন্যপদ ৫৭টি (এপিআরও ৩৬টি, ফায়ারম্যান অ্যান্ড এমার্জেন্সি রেসকিউয়ার ২১টি)।

ডিব্রুগড়: মোট শূন্যপদ ৫৫টি (এপিআরও ৩৫টি, ফায়ারম্যান অ্যান্ড এমার্জেন্সি রেসকিউয়ার ২০টি)। ডিমা হাসাও: মোট শূন্যপদ ৯টি (এপিআরও ৬টি, ফায়ারম্যান অ্যান্ড এমার্জেন্সি রেসকিউয়ার ৩টি)। গোয়ালপাড়া: মোট শূন্যপদ ৪১টি (এপিআরও ২৬টি, ফায়ারম্যান অ্যান্ড এমার্জেন্সি রেসকিউয়ার ১৫টি)। গোলাঘাট: মোট শূন্যপদ ৪৪টি (এপিআরও ২৮টি, ফায়ারম্যান অ্যান্ড এমার্জেন্সি রেসকিউয়ার ১৬টি)।

হায়লাকান্দি: মোট শূন্যপদ ২৭টি (এপিআরও ১৭টি, ফায়ারম্যান অ্যান্ড এমার্জেন্সি রেসকিউয়ার ১০টি)। ওয়েস্ট কে/ আংলং: মোট শূন্যপদ ১৩টি (এপিআরও ৮টি, ফায়ারম্যান অ্যান্ড এমার্জেন্সি রেসকিউয়ার ৫টি)। হোজাই: মোট শূন্যপদ ৩৮টি (এপিআরও ২৪টি, ফায়ারম্যান অ্যান্ড এমার্জেন্সি রেসকিউয়ার ১৪টি)। নলবাড়ি: মোট শূন্যপদ ৩২টি (এপিআরও ২০টি, ফায়ারম্যান অ্যান্ড এমার্জেন্সি রেসকিউয়ার ১২টি)।

নগাঁও: মোট শূন্যপদ ৭৯টি (এপিআরও ৫০টি, ফায়ারম্যান অ্যান্ড এমার্জেন্সি রেসকিউয়ার ২৯টি)। শিবসাগর: মোট শূন্যপদ ২৫টি (এপিআরও ১৬টি, ফায়ারম্যান অ্যান্ড এমার্জেন্সি রেসকিউয়ার ৯টি)। শোনিতপুর: মোট শূন্যপদ ৪১টি (এপিআরও ২৫টি, ফায়ারম্যান অ্যান্ড এমার্জেন্সি রেসকিউয়ার ১৫টি)।

সাউথ সালমারা: মোট শূন্যপদ ২৩টি (এপিআরও ১৫টি, ফায়ারম্যান অ্যান্ড এমার্জেন্সি রেসকিউয়ার ৮টি)। তিনসুকিয়া: মোট শূন্যপদ ৫৪টি (এপিআরও ৩৪টি, ফায়ারম্যান অ্যান্ড এমার্জেন্সি রেসকিউয়ার ২০টি)। উদালগুড়ি: মোট শূন্যপদ ৩৫টি (এপিআরও ২২টি, ফায়ারম্যান অ্যান্ড এমার্জেন্সি রেসকিউয়ার ১৩টি)।

বয়স হতে হবে ১-১-২০২০ তারিখের হিসেবে সাব-অফিসার পদের ক্ষেত্রে ২০ থেকে ২৪ বছরের মধ্যে এবং কনস্টবল, ফায়ারম্যান অ্যান্ড এমার্জেন্সি রেসকিউয়ার পদের ক্ষেত্রে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। তফশিলিরা ৫, ওবিসি/ এমওবিসি প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পারেন।

শারীরিক মাপজোক হতে হবে পুরুষদের ক্ষেত্রে উচ্চতা ১৬২.৫৬ (কেবলমাত্র তফশিলি উপজাতিদের ক্ষেত্রে ১৬০.০২) সেমি। মহিলাদের ক্ষেত্রে ১৫৪.৯৪ (কেবলমাত্র তফশিলি উপজাতিদের ক্ষেত্রে ১৫২.৪০) সেমি। বুকের ছাতি না-ফুলিয়ে ৮০ (কেবলমাত্র তফশিলি উপজাতি (পার্বত্য এলাকার প্রার্থীদের ক্ষেত্রে ৭৮)) সেমি ও ফুলিয়ে ৮৫ (কেবলমাত্র তফশিলি উপজাতি (পার্বত্য এলাকার প্রার্থীদের ক্ষেত্রে ৭৮))। দৃষ্টিশক্তি হতে হবে দূরের ক্ষেত্রে চশমা ছাড়া একচোখে ৬/৬ এবং ওপর চোখে ৬/৯। কাছের ক্ষেত্রে তা স্বাভাবিক হতে হবে।


প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা, স্পেশ্যাল স্কিল টেস্ট, শারীরিক মাপজোকের পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে।

আবেদন করবেন অনলাইনে www.slprbassam.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৫ মার্চের মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে যাবতীয় প্রমাণপত্র ওয়েবসাইটে দেওয়া নির্দেশ অনুযায়ী স্ক্যান করে রাখবেন। দরখাস্ত করে সময় আপলোড করতে হবে। এই নিয়োগের ক্ষেত্রে কোনও ফি দিতে হবে না। এবার যাবতীয় তথ্য সঠিকভাবে যাচাই করে সিস্টেম জেনারেটেড এপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করুন:– https://www.slprbassam.in/pdf/RecruitmentNotice2020/Advertisement%20dtd-18-2-2020-%20APRO%20&%20FES.pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here