ফিটার, মেশিনিস্ট, টার্নার-সহ মোট ১৬টি ট্রেডে ৭০ অ্যাপ্রেন্টিস নিচ্ছে ভারতের পারমানবিক শক্তি বিভাগের আধীন, ইন্দোরের রাজা রমন সেন্টার ফর অ্যাডভান্সড টেকনোলজিতে।
ট্রেনিং হবে অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট, ১৯৬১ এবং অ্যাপ্রেন্টিস রুলস ১৯৯২-এর অধীনে।মাধ্যমিক/ সমতুল পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই পাশ হতে হবে। ২০১৮ সাল বা তার পরে আইটিআই পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
মেধাতালিকা প্রস্তুত করা হবে আইটিআই নম্বরের এক-তৃতীয়াশ এবং মাধ্যমিক/ সমতুলের দুই-তৃতীয়াংশ নম্বরের ভিত্তিতে। অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালে মেধাতালিকা পাওয়া যাবে ৬ মার্চ থেকে। প্রমাণপত্র যাচাই ও চুড়ান্ত মেধাতালিকা প্রকাশিত হবে ১৭ মার্চ। পাবেন অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালে।
প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে http://www.apprenticesship.gov.in/ পোর্টালে।এসময়ে আধার নম্বরের প্রয়োজন হবে।এর বিঞ্জপ্তি নং RRCAT-1/2020. আরও বিস্তারিত তথ্য জানার আছে। তথ্য পাবেন rrcat.gov.in/hrd/Openings/tasar.html# ওয়েবসাইটে।