কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ডেপুটি ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আর্কিটেকচার অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে ৬২৯ জনকে নিচ্ছে দিল্লি ডেভেলপমেন্ট অথোরিটিতে। নিয়োগ হবে গ্রুপ-এ, বি এবং সি পদে।
ডেপুটি ডিরেক্টর (সিস্টেম): মোট শূন্যপদ ২টি (অসং)। কম্পিউটার সায়েন্স/ আইটির পিএইচডি অথবা কম্পিউটার সায়েন্স/ আইটির প্রথম শ্রেণির এম ই/ এম টেক ডিগ্রিধারীরা ৩ বছরের অভিজ্ঞতা থাকলে অথবা কম্পিউটার সায়েন্স/ আইটির প্রথম শ্রেণির বি ই/ বি টেক/ এমএসসি ডিগ্রিধারীরা অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রথম শ্রেণির মাস্টার ডিগ্রিধারীরা কম্পিউটার প্রোগ্রামিংয়ের কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। মূল মাইনে লেভেল-১১ অনুযায়ী।
ডেপুটি ডিরেক্টর (প্ল্যানিং): মোট শূন্যপদ ৫টি (অসং ৪, ওবিসি ১)। (১) প্ল্যানিং/ আর্কিটেকচার/ সিভিল/ মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাচেলর ডিগ্রিধারীরা অথবা জিওগ্রাফি/ সোশিওলোজি/ ইকোনমিক্সের মাস্টার ডিগ্রিধারীরা (২) টাউন/ সিটি/ আর্বান/ হাউজিং/ ট্রান্সপোর্ট/ এনভায়রনমেন্টাল প্ল্যানিংয়ে স্পেশ্যালাইজেশন সহ প্ল্যানিংয়ের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হলে আবেদন করতে পারেন। (৩) সঙ্গে সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকা চাই। জিওগ্রাফিক ইনফর্মেশন সিস্টেম/ জিও-ইনফর্মেটিক্স বা সমতুলের ডিগ্রি/ ডিপ্লোমাধারী হলে এবং ইনস্টিটিউট অফ টাউন প্ল্যানার্সের অ্যাসোসিয়েট মেম্বার হলে ভাল। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। মূল মাইনে লেভেল-১১ অনুযায়ী।
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (সিস্টেম): মোট শূন্যপদ ২টি (অসং ১, তফশিলি জাতি ১)। কম্পিউটার সায়েন্স/ আইটির প্রথম শ্রেণির এম ই/ এম টেক ডিগ্রিধারীরা অথবা কম্পিউটার সায়েন্স/ আইটির প্রথম শ্রেণির বি ই/ বি টেক/ এমএসসি ডিগ্রিধারীরা অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রথম শ্রেণির মাস্টার ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। মূল মাইনে লেভেল-১০ অনুযায়ী।
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (প্ল্যানিং): মোট শূন্যপদ ৫টি (অসং ২, আর্থিকভাবে দুর্বল ১, ওবিসি ২)। (১) প্ল্যানিং/ আর্কিটেকচার/ সিভিল/ মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাচেলর ডিগ্রিধারীরা অথবা জিওগ্রাফি/ সোশিওলোজি/ ইকোনমিক্সের মাস্টার ডিগ্রিধারীরা (২) টাউন/ সিটি/ আর্বান/ হাউজিং/ ট্রান্সপোর্ট/ এনভায়রনমেন্টাল প্ল্যানিংয়ে স্পেশ্যালাইজেশন সহ প্ল্যানিংয়ের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হলে আবেদন করতে পারেন। জিওগ্রাফিক ইনফর্মেশন সিস্টেম/ জিও-ইনফর্মেটিক্স বা সমতুলের ডিগ্রি/ ডিপ্লোমাধারী হলে এবং ইনস্টিটিউট অফ টাউন প্ল্যানার্সের অ্যাসোসিয়েট মেম্বার হলে ভাল। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। মূল মাইনে লেভেল-১০ অনুযায়ী।
অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার: মোট শূন্যপদ ১১টি (অসং ৫, আর্থিকভাবে দুর্বল ১, তফশিলি জাতি ১, ওবিসি ৪)। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ)/ কস্ট অ্যাকাউন্ট্যান্ট/ আইসিডব্লুএ অথবা ফিনান্সিয়াল কন্ট্রোলের মাস্টার ডিগ্রিধারী অথবা ফিন্যান্সের এমবিএ ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। স্পেশ্যালাইজেশনের ক্ষেত্রে প্রার্থীকে সংশ্লিষ্ট স্পেশ্যালাইজেশনের অন্তত ৬টি বিষয়ে পাশ করে থাকতে হবে। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। মূল মাইনে লেভেল-৮ অনুযায়ী।
আর্কিটেকচারাল অ্যাসিস্ট্যান্ট: মোট শূন্যপদ ৮টি (অসং ৪, আর্থিকভাবে দুর্বল ১, তফশিলি জাতি ১, ওবিসি ২)। আর্কিটেকচারের ব্যাচেলর ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। মূল মাইনে লেভেল-৭ অনুযায়ী।
প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট: মোট শূন্যপদ ১টি। প্ল্যানিং/ আর্কিটেকচারের ব্যাচেলর ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। মূল মাইনে লেভেল-৭ অনুযায়ী।
সেকশনাল অফিসার (হর্টিকালচার): মোট শূন্যপদ ৪৮টি (অসং ২১, আর্থিকভাবে দুর্বল ৫, তফশিলি জাতি ২, তফশিলি উপজাতি ৬, ওবিসি ১৪)। অ্যাগ্রিকালচার/ হর্টিকালচার/ ফরেস্ট্রির ব্যাচেলর ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। মূল মাইনে লেভেল-৬ অনুযায়ী।
সার্ভেয়র: মোট শূন্যপদ ১১টি (তফশিলি জাতি ৩, তফশিলি উপজাতি ২, ওবিসি ৬)। সার্ভেয়িংয়ের ডিপ্লোমাধারীরা অথবা ২ বছরের ন্যাশনাল ট্রেড সার্টিফিকেটধারী হলে এবং সার্ভেয়ারের কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। মূল মাইনে লেভেল-৫ অনুযায়ী।
স্টেনোগ্রাফার গ্রেড ডি: মোট শূন্যপদ ১০০টি (অসং ৪৪, আর্থিকভাবে দুর্বল ১০, তফশিলি জাতি ১৫, ওবিসি ৩১)। সিনিয়র সেকেন্ডারি সার্টিফিকেট/ দ্বাদশ শ্রেণি পাশ প্রার্থীরা মিনিটে ৮০টি শব্দের গতিতে শর্টহ্যান্ডে ১০ মিনিট ধরে নেওয়া ডিক্টেশন কম্পিউটারে ইংরিজিতে ৫০ মিনিটে এবং হিন্দিতে ৬৫ মিনিটে ট্রান্সক্রিপ্টের দক্ষতা থাকলে আবেদন করতে পারেন। অফিস ম্যানেজমেন্ট এন্ড সেক্রেটারিয়াল প্র্যাক্টিসের ডিপ্লোমাধারী হলে অগ্রাধিকার পাবেন। বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। মূল মাইনে লেভেল-৪ অনুযায়ী।
পাটওয়ারি: মোট শূন্যপদ ৪৪টি (অসং ২৪, আর্থিকভাবে দুর্বল ২, তফশিলি জাতি ৬, তফশিলি উপজাতি ৩, ওবিসি ৯)। গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। কম্পিউটারে দক্ষতা সহ উর্দু/ হিন্দিতে কাজের জ্ঞান থাকলে ভাল। শুরুতে ট্রেনিং। সফল ট্রেনিং শেষে প্রবেশন। বয়স হতে হবে ২১ থেকে ২৭ বছরের মধ্যে। মূল মাইনে লেভেল-৩ অনুযায়ী।
জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট: মোট শূন্যপদ ২৯২টি (অসং ১২১, আর্থিকভাবে দুর্বল ২৯, তফশিলি জাতি ৪৩, তফশিলি উপজাতি ২১, ওবিসি ৭৮)। উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা কম্পিউটারে ইংরিজিতে মিনিটে ৩৫টি এবং হিন্দিতে মিনিটে ৩০টি শব্দ টাইপিংয়ের গতি থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। মূল মাইনে লেভেল-২ অনুযায়ী।
মালি: মোট শূন্যপদ ১০০টি (অসং ৪১, আর্থিকভাবে দুর্বল ১০, তফশিলি জাতি ১৫, তফশিলি উপজাতি ৭, ওবিসি ২৭)। দশম শ্রেণি পাশ প্রার্থীরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। মূল মাইনে লেভেল-১ অনুযায়ী।
আবেদন করবেন অনলাইনে http://www.dda.org.in ওয়েবসাইটের মাধ্যমে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকা চাই। প্রথমে ওপরে বলা ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে ১ এপ্রিল সকাল ১০টা থেকে ৩০ এপ্রিল পর্যন্ত। তখন পাবেন রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড। এগুলি যত্ন করে লিখে রাখবেন। অনলাইনে ডেবিট/ ক্রেডিট/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদনের ফি দিতে হবে ৪ মে-র মধ্যে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: 01/2020/Rectt. Cell/Pers./DDA। ওপরে বলা ওয়েবসাইটে শিক্ষাগত যোগ্যতা, বয়স, আবেদনের ফি ও বিস্তারিত পদ্ধতি সহ অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইটে।