কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ও ট্রেড অ্যাপ্রেন্টিস হিসেবে ৪৬ জনকে ট্রেনিং দিচ্ছে মেঘালয়ের নর্থ ইস্টার্ন ইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেডে। অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট ১৯৬১ অনুযায়ী ট্রেনিং হবে ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল ও সিভিল ডিসিপ্লিনে। প্রার্থীদের নর্থ ইস্ট রিজিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে।
টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি): মোট আসন সংখ্যা ৩৪টি। এরমধ্যে থেকে অসম গ্যাস বেসড পাওয়ার প্লান্টে
: আসন সংখ্যা ২০টি (ইলেক্ট্রিক্যাল/ মেকানিক্যাল)। আগরতলা গ্যাস টার্বাইন কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টে
: আসন সংখ্যা ১০টি (সিভিল স্ট্রিমে ৬টি, ইলেক্ট্রিক্যাল/ মেকানিক্যাল স্ট্রিমে ৪টি)। ত্রিপুরা গ্যাস বেসড পাওয়ার প্লান্টে
: আসন সংখ্যা ৪টি (ইলেক্ট্রিক্যাল/ মেকানিক্যাল)।
স্টেট কাউন্সিল বা স্টেট বোর্ড অফ টেকনিক্যাল এডুকেশন স্বীকৃত সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজির ডিপ্লোমাধারীরা অথবা বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজির ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন। স্টাইপেন্ড মাসে ১৫,০০০ টাকা।
ট্রেড অ্যাপ্রেন্টিস: মোট আসন সংখ্যা ১২টি। এরমধ্যে থেকে অসম গ্যাস বেসড পাওয়ার প্লান্টে
: আসন সংখ্যা ৯টি (বয়লার অ্যাটেনড্যান্ট ২টি, ইলেক্ট্রিশিয়ান ৪টি, লাইনম্যান ৩টি)। আগরতলা গ্যাস টার্বাইন কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টে
: আসন সংখ্যা ২টি (বয়লার অ্যাটেনড্যান্ট)। শিলংয়ে
: ১টি (ইলেক্ট্রিশিয়ান)। সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই সার্টিফিকেটধারীরা আবেদন করতে পারেন। স্টাইপেন্ড মাসে ১৪,৮৭৭ টাকা। যাবতীয় শিক্ষাগত যোগ্যতার শর্ত পূরণ হতে হবে ৩১-৭-২০১৯ তারিখের পূর্বে।
সবক্ষেত্রেই বয়স হতে হবে ৩০-৬-২০১৯ তারিখের হিসেবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।
প্রার্থীবাছাই হবে শিক্ষাগত পরীক্ষায় পাওয়া ভিত্তিতে। তবে প্রার্থী সংখ্যা বেশি হলে প্রয়োজনে ১০০ নম্বরের লিখিত পরীক্ষাও নেওয়া হতে পারে।
প্রথমে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসরা www.mhrdnats.gov.in ওয়েবসাইটের মাধ্যমে এবং ট্রেড অ্যাপ্রেন্টিসরা www.apprenticeship.gov.in ওয়েবসাইটের মাধ্যমে নাম এনরোল করবেন। তখন পাবেন এনরোলমেন্ট নম্বর। এটি নর্থ ইস্টার্ন ইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেডে আবেদন ক্ষেত্রে প্রয়োজন হবে।
এবার নর্থ ইস্টার্ন ইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেডে আবেদন করবেন অনলাইন www.neepco.co.in ওয়েবসাইটের মাধ্যেম, ২৮ ফেব্রুয়ারির মধ্যে। যাবতীয় তথ্য সঠিকভাবে যাচাই করে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নেবেন। এটি পাঠাতে হবে। যাবতীয় প্রমাণপত্রের জেরক্স সহ আবেদনপত্র স্পিড পোস্টে পাঠাবেন ৯ মার্চের মধ্যে। এই ঠিকানায়: The Deputy General Manager (HR) Recruitment, NEEPCO LTD, Brookland Compound, Lower New Colony, Shillong – 793003, Meghalaya. আরও বিস্তারিত জানতে পারবেন নর্থ ইস্টার্ন ইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করুন:– https://www.neepco.co.in/sites/default/files/Apprencticeship%202020%20Advertisement.pdf