কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ইলেক্ট্রিশিয়ান পদে ২৯ জনকে নিচ্ছে কালিকটের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে। নিয়োগ হবে ১১ মাসের চুক্তিভিত্তিতে।
উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা ইলেক্ট্রিশিয়ান ট্রেডের ১ বছর বা তার বেশি সময়ের আইটিআই সার্টিফিকেটধারী হলে অথবা অন্তত ৬০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাশ প্রার্থীরা ইলেক্ট্রিশিয়ান ট্রেডের ২ বছরের আইটিআই সার্টিফিকেটধারী হলে অথবা ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ৩ বছরের ডিপ্লোমাধারী হলে আবেদন করতে পারেন। সঙ্গে ট্রান্সফর্মার, ডিজি সেট অপারেশন ও মেন্টেন্যান্সের এবং ইলেক্ট্রিক্যাল যন্ত্রপাতি রিপেয়ারের কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ১-২-২০২০ তারিখের হিসেবে ২৭ বছরের মধ্যে। থোক মাইনে মাসে ১৩,৭৫০ টাকা।
প্রার্থীবাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউ হবে ২১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে। ওই সময় নথিপত্র যাচাই করা হবে। তখন যাবতীয় প্রমাণপত্রের মূলগুলি সঙ্গে নিয়ে যাবেন।
আবেদন করবেন সম্পূর্ণ জীবনপঞ্জি দিয়ে। সঠিকভাবে পূরণ করা আবেদনপত্র সহ ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হবে ঠিকানায়: National Institute of Technology Calicut, NIT Campus P.O 673 601, Kozhikode, India. আরও বিস্তারিত জানতে পারবেন http://www.nitc.ac.in/ ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করুন:– http://www.nitc.ac.in/app/webroot/img/upload/24601622.pdf