Home Government Jobs গান্ধিনগরের আইআইটিতে ২৯ লাইব্রেরিয়ান, রেজিস্ট্রার

গান্ধিনগরের আইআইটিতে ২৯ লাইব্রেরিয়ান, রেজিস্ট্রার

56
0

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ডেপুটি লাইব্রেরিয়ান, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার সহ বিভিন্ন পদে ২৯ জনকে নিচ্ছে গুজরাটের গান্ধিনগরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে।
ডেপুটি লাইব্রেরিয়ান: শূন্যপদ ১টি। মোট অন্তত ৫৫ শতাংশ নম্বর সহ লাইব্রেরি সায়েন্স/ ইনফর্মেশন সায়েন্স/ ডকুমেন্টেশনের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান হিসেবে ৮ বছরের অভিজ্ঞতা থাকা চাই। ওপরে বলা বিষয়ের পিএইচডি ডিগ্রিধারী হলে ভাল। মূল মাইনে ৭৮,৮০০ – ২,০৯,২০০ টাকা। বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে।
অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান: শূন্যপদ ২টি। মোট অন্তত ৫৫ শতাংশ নম্বর সহ লাইব্রেরি সায়েন্স/ ইনফর্মেশন সায়েন্স/ ডকুমেন্টেশনের মাস্টার ডিগ্রিধারীরা ইউজিসি আয়োজিত ন্যাশনাল লেভেল টেস্ট পাশ করে থাকলে আবেদন করতে পারেন। সঙ্গে ৫ বছরের অভিজ্ঞতা থাকা চাই। পিএইচডি ডিগ্রিধারীরা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট)/ স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট (স্লেট)/ স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট) পাশ না করে থাকলেও চলবে। মূল মাইনে ৫৬,১০০ – ১,৭৭,৫০০ টাকা। বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে।
অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার: শূন্যপদ ৪টি। অন্তত ৫৫ শতাংশ নম্বর সহ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে ৮ বছরের অভিজ্ঞতা থাকা চাই। গ্র্যাজুয়েশনের পর এলএলবি, সিএ, এমবিএ ইত্যাদির ২ বছরের ডিগ্রি/ ডিপ্লোমাধারীদের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি হিসেবে ধরা হবে। মূল মাইনে ৫৬,১০০ – ১,৭৭,৫০০ টাকা। বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে।
সিনিয়র লাইব্রেরি ইনফর্মেশন অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ ১টি। মোট অন্তত ৫৫ শতাংশ নম্বর সহ লাইব্রেরি সায়েন্স/ ইনফর্মেশন সায়েন্স/ ডকুমেন্টেশনের মাস্টার ডিগ্রিধারীরা কোনও নামী লাইব্রেরিতে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। মূল মাইনে ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা। বয়স হবে হবে ৩২ বছরের মধ্যে।
জুনিয়র অ্যাকাউন্টস অফিসার: শূন্যপদ ৩টি। অন্তত ৫৫ শতাংশ নম্বর সহ মাস্টার ডিগ্রিধারীরা অ্যাকাউন্টিংয়ের কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে অথবা অন্তত ৫৫ শতাংশ নম্বর সহ ব্যাচেলর ডিগ্রিধারীরা অ্যাকাউন্টিংয়ের কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। ট্যালির জ্ঞান থাকলে ভাল। মূল মাইনে ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা। বয়স হবে হবে ৩২ বছরের মধ্যে।
অ্যাসিস্ট্যান্ট স্টাফ নার্স: শূন্যপদ ২টি। উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা জেনারেল নার্সিং এন্ড মিডওয়াইফারির ৩ বছরের কোর্স পাশ করে থাকলে এবং ইন্ডিয়ান/ স্টেট নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকলে আবেদন করতে পারেন। সঙ্গে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। মূল মাইনে ২৯,২০০ – ৯২,৩০০ টাকা। বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
অ্যাসিস্ট্যান্ট ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর: শূন্যপদ ২টি। অন্তত ৫৫ শতাংশ নম্বর সহ ফিজিক্যাল এডুকেশনের ব্যাচেলর ডিগ্রিধারীরা কোচিংয়ের ডিপ্লোমাধারী হলে এবং কোচিংয়ের কাজের ২ বছরের অভিজ্ঞতা থাকলে অথবা অন্তত ৫৫ শতাংশ নম্বর সহ ফিজিক্যাল এডুকেশনের ব্যাচেলর ডিগ্রিধারীরা কোচিংয়ের কাজের ৫ বছরের অভিজ্ঞতা থাকলে অথবা অন্তত ৫৫ শতাংশ নম্বর সহ ফিজিক্যাল এডুকেশনের ২ বছরের মাস্টার ডিগ্রিধারীরা কোচিংয়ের কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। ফুটবল/ বাস্কেটবল/ ব্যাডমিন্টন/ ভলিবল/ লন-টেনিস/ ক্রিকেট/ টেবিল টেনিস ইত্যাদি খেলায় জেলা/ রাজ্য/ দেশের হবে অংশগ্রহণ করে থাকলে ভাল। মূল মাইনে ২৯,২০০ – ৯২,৩০০ টাকা। বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
লাইব্রেরি ইনফর্মেশন অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ ৪টি। অন্তত ৫৫ শতাংশ নম্বর সহ লাইব্রেরি সায়েন্স/ ইনফর্মেশন সায়েন্স/ ডকুমেন্টেশনের মাস্টার ডিগ্রিধারীরা ১ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন পারেন। মূল মাইনে ২৯,২০০ – ৯২,৩০০ টাকা। বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
জুনিয়র একাউন্টস অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ ১০টি। অন্তত ৫৫ শতাংশ নম্বর সহ ব্যাচেলর ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। মূল মাইনে ২১,৭০০ – ৬৯,১০০ টাকা। বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
আবেদন করবেন অনলাইনে www.iitgn.ac.in ওয়েবসাইটের মাধ্যমে, ৫ মার্চের মধ্যে। আবেদনের ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। ফি জমা দেবেন কেবলমাত্র অনলাইনে। অনলাইনে ফি জমা হয়ে গেলে ই-রিসিপ্টের প্রিন্ট নিয়ে নেবেন। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের এই ফি দিতে হবে না। এবার যাবতীয় তথ্য সঠিকভাবে যাচাই করে সিস্টেম জেনারেটেড এপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: IITGN/AO/Rect./01/2019-20। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করুন:– https://www.iitgn.ac.in/assets/pdfs/job/2020/IITGN_Recruitment_Advertisement_01_201920.pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here