Home Central Government দিল্লি এইমসে সায়েন্টিস্ট, বায়োকেমিস্ট, স্টোরকিপার, টেকনিশিয়ান, ও টি অ্যাসিস্যান্ট-সহ ২২টি পদে ৪১৮...

দিল্লি এইমসে সায়েন্টিস্ট, বায়োকেমিস্ট, স্টোরকিপার, টেকনিশিয়ান, ও টি অ্যাসিস্যান্ট-সহ ২২টি পদে ৪১৮ নিয়োগ

47
0
aiims, Delhi
aiims, Delhi

সায়েন্টিস্ট-টু (লেভেল ১১), বায়োকেমিস্ট, মেডিক্যাল ফিজিসিস্ট, স্টোরকিপার (জেনারেল, ড্রাগস), প্রোগ্রামার, টেকনিশিয়ান (রেডিওলজি), জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল, ইলেক্ট্রিক্যাল, এ/সি অ্যান্ড রেফ.), মেডিক্যাল ল্যাবরেটির টেকনোলজিস্ট, জুনিয়র হিন্দি ট্রান্সলেটর, মেডিক্যাল সোশ্যাল সার্ভিস অফিসার (গ্রেড-টু), লাইফ গার্ড, ও.টি. অ্যাসিস্ট্যান্ট, নিউক্লিয়ার মেডিক্যাল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট (গ্রেড-টু), স্টেনোগ্রাফার, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন এবং স্যানিটারি ইনস্পেক্টর (গ্রেড-টু) পদে ৪১৮ জনকে নিচ্ছে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে। নিয়োগ হবে গ্রুপ-এ (নন-ফ্যাকাল্টি) এবং গ্রুপ-বি ও গ্রুপ-সি পদে।
বিভিন্ন পদের ক্ষেত্রে পি এইচডি ডিগ্রি/ মাস্টার ডিগ্রি/ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ ডিগ্রি বা ডিপ্লোমা/ বি ই বা বি টেক/ অনার্স/ ব্যাচেলর ডিগ্রি/ মাধ্যমিক বা সমতুল/ বি এসসি বা উচ্চমাধ্যমিক ইত্যাদি ডিগ্রিধারী বা পাশ হতে হবে।
প্রার্থিবাছাই হবে কোনও কোনও পদের ক্ষেত্রে ইন্টারভিউ এবং/ অথবা কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) বা কেবল সিবিটি এবং কোনও কোনও পদের ক্ষেত্রে স্কিল/ ফিজিক্যাল টেস্টের মাধ্যমে।
দরখাস্ত করতে হবে অনলাইনে www.aiimsexams.org ওয়েবসাইটের মাধ্যমে, ১২ মার্চ, বিকেল ৫টার মধ্যে। দরখাস্তের কপি বা অন্য কোনও প্রমাণপত্রের কপি পাঠানোর প্রয়োজন নেই। আরও বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here