state transmissionEngineering State Government 

ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ট্রান্সমিশনে ৪১৪

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: জুনিয়র এক্সিকিউটিভ ও জুনিয়র ইঞ্জিনিয়ার পদে ৪১৪ জনকে নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডে।

জুনিয়র এক্সিকিউটিভ (স্টোর): শূন্যপদ ১৪টি। যে কোনও শাখার গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা লজিস্টিক্স/ মেটিরিয়াল ম্যানেজমেন্ট/ সাপ্লাই চেন ম্যানেজমেন্টের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ ডিপ্লোমাধারী হলে অথবা ওপরের বিষয়গুলিতে স্পেশ্যালাইজেশন সহ বিজনেস ম্যানেজমেন্টের পিজি ডিপ্লোমাধারী হলে আবেদন করতে পারেন। মাইনে ৩৭,৪০০ – ১,০৮,২০০ টাকা।

জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল): শূন্যপদ ৪০০টি। ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ৩ বছরের ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন। মূল মাইনে ৩৬,৮০০ – ১,০৬,৭০০ টাকা।

বয়স হতে হবে ১-১-২০২১ তারিখের হিসেবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

প্রার্থীবাছাই হবে কম্পিউটার বেসড/ অনলাইন পরীক্ষা, ইন্টারভিউয়ের মাধ্যেম। সবশেষে হবে ডাক্তারি পরীক্ষা। ইন্টারভিউয়ের সময় যাবতীয় প্রমাণপত্রের মূলগুলি সঙ্গে নিয়ে যাবেন।

আবেদন করবেন অনলাইনে www.wbsetcl.in ওয়েবসাইটের মাধ্যমে, ৫ জানুয়ারির মধ্যে। আবেদনের ফি বাবদ দিতে হবে জুনিয়র এক্সিকিউটিভ পদের ক্ষেত্রে ৪০০ টাকা এবং জুনিয়র ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে ৩০০ টাকা। ফি জমা দেবেন অনলাইনে। তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: REC/2021/04. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment