কর্মসংস্থানের বিপুল সুযোগ রিনিউয়েবল এনার্জি সেক্টরে
পুর্ণনবীকরণ শক্তি সেক্টরে আমাদের দেশে অর্থাৎ ভারতে কর্মসংস্থানের বিপুল সুযোগ ঘটতে চলেছে। ৩ বছরের মধ্যে ভারতে কয়েক লক্ষ কর্মী নিয়োগের বিষয়টি সামনে আনা হয়েছে। সৌর,বায়ু,হাইড্রো ও ব্যাটারি স্টোরেজের মতো পুর্ণনবীকরণ শক্তি সেক্টরে এই নিয়োগের কথা জানানো হয়েছে। সেই নিয়োগের সংখ্যাটা বলা হচ্ছে, ৫ থেকে ৭ লক্ষ। পাশাপাশি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেই সংখ্যাটা বলা হয়েছে ১০ লক্ষের কাছাকাছি। এমনকী এই সব সেক্টরগুলিতে কাজ করা নামী সংস্থাগুলিতে কর্মীর সংখ্যা বাড়তে চলেছে। তা আগামী ৩ বছরের মধ্যে ৩০ থেকে ৩৫ শতাংশ বাড়তে চলেছে।
এই সব সেক্টরগুলিতে সুদক্ষ কর্মী নিয়োগের জন্য নজর দেওয়া হচ্ছে । সংস্থাগুলিতে দক্ষ কর্মীর চাহিদা বাড়ছে। যেমন- টাটা, আদানি,রিলায়েন্স,স্টারলাইট,মাহিন্দ্রা সহ সংস্থাগুলি ২০৩০
সালের মধ্যে ৫০ গিগাওয়াট রিনিউয়েবল এনার্জি উৎপাদনের লক্ষ্যমাত্রা সামনে রেখেছে। এক্ষেত্রে আরও জানা যায়,কেন্দ্রীয় সরকারের পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনায় এবং ভারতের ১২ শহরকে স্মার্ট শহর বানানোর জন্য এই সেক্টরে প্রচুর কর্মী নিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। সুতরাং প্রস্তুতি শুরু করুন। এই সেক্টরগুলিতে দক্ষ লোক নিয়োগ হবে। খোঁজ-খবর শুরু করুন।
বিশেষজ্ঞ কর্মী এবং ইঞ্জিনিয়ারদের চাহিদা থাকবে নজর রাখুন বিজ্ঞপ্তিতে। (ছবিঃসংগৃহীত)

