কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: লেকচারার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ফ্যাকাল্টি, লাইব্রেরিয়ান সহ বিভিন্ন পদে ২৪১ জনকে নিচ্ছে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ প্লাস্টিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে। এটি ভারত সরকারের কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার্স মিনিস্ট্রির অধীনস্থ একটি সংস্থা। চুক্তিভিত্তিতে নিয়োগ হবে প্লাস্টিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, টেস্টিং/ প্রসেসিং সহ বিভিন্ন ডিসিপ্লিন থেকে।
বিজ্ঞপ্তি নং: CIPET/HO-AI/CM/A/2020.
লেকচারার: মোট শূন্যপদ ৪৬টি। নিয়োগ হবে এইসব বিষয়ে: প্লাস্টিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং/ প্লাস্টিক ইঞ্জিনিয়ারিং/ পলিমার টেকনোলজির প্রথম শ্রেণির বি ই/ বি টেক ডিগ্রিধারীরা ২ বছরের অভিজ্ঞতা থাকলে অথবা পলিমার সায়েন্সে স্পেশ্যালাইজেশন সহ প্রথম শ্রেণির এমএসসি ডিগ্রিধারীরা ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। এম ই/ এম টেক ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে। থোক মাইনে মাসে ৪৪,৯০০ টাকা।
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট: মোট শূন্যপদ ৯০টি। নিয়োগ হবে এইসব বিষয়ে: টেস্টিং/ প্রসেসিং/ টুলিং/ সিএডি সিএএম/ স্কিল ট্রেনিং। মেকানিক্যাল/ প্লাস্টিক মডিউল টেকনোলজি/ প্লাস্টিক টেকনোলজির ডিপ্লোমাধারীরা বা প্লাস্টিক টেকনোলজি কোয়ালিটি কন্ট্রোল/ প্লাস্টিক প্রসেসিং অ্যান্ড টেস্টিংয়ের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা বা প্লাস্টিক মডিউল ডিজাইনের পোস্ট ডিপ্লোমাধারী সঙ্গে ১ বছরের অভিজ্ঞতা থাকলে অথবা ফিটার/ টার্নার/ মেশিনিস্ট ট্রেডের আইটিআই সার্টিফিকেটধারীরা ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে হলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। থোক মাইনে ২১,৭০০ টাকা।
লাইব্রেরিয়ান: মোট শূন্যপদ ৮টি। লাইব্রেরি সায়েন্সের গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা অথবা টাইপিং/ কম্পিউটার অপারেশনের জ্ঞান সহ লাইব্রেরি সায়েন্সের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাধারীরা ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। থোক মাইনে ২১,৭০০ টাকা।
বিজ্ঞপ্তি নং: CIPET/HO-AI/CM/B/2020.
ফ্যাকাল্টি: মোট শূন্যপদ ৬২টি। নিয়োগ হবে এইসব বিষয়ে: কেমিস্ট্রি/ ফিজিক্স/ ম্যাথমেটিক্স/ ইংলিশ/ কম্পিউটার সায়েন্স/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স/ সিভিল। ওপরে বলা সংশ্লিষ্ট বিষয়ের মাস্টার ডিগ্রিধারীরা ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। পিএইচডি ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে। থোক মাইনে ৩৫,০০০ টাকা।
ল্যাবরেটরি ইনস্ট্রাক্টর: মোট শূন্যপদ ১৮টি। নিয়োগ হবে এইসব বিষয়ে: কেমিস্ট্রি/ ফিজিক্স/ কম্পিউটার সায়েন্স/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স/ ওয়ার্কশপ প্র্যাক্টিস। কেমিস্ট্রি/ ফিজিক্স/ কম্পিউটার সায়েন্স/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্সের গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা অথবা কম্পিউটার সায়েন্স/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্সের ৩ বছরের ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে ১ বছরের অভিজ্ঞতা থাকে চাই। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। থোক মাইনে ২৫,০০০ টাকা।
প্লেসমেন্ট অ্যান্ড কাস্টমার রিলেশন্স অফিসার: মোট শূন্যপদ ৭টি। বি ই/ বি টেক অথবা এমবিএ ডিগ্রিধারীরা রিক্রুটমেন্ট/ ট্রেনিংয়ের কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। মূল মাইনে ৪০,০০০ টাকা।
অ্যাসিস্ট্যান্ট প্লেসমেন্ট অফিসার: মোট শূন্যপদ ১০টি। বি ই/ বি টেক অথবা এমবিএ ডিগ্রিধারীরা রিক্রুটমেন্ট/ ট্রেনিংয়ের কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। মূল মাইনে ৩৫,০০০ টাকা।
ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর: ফিজিক্যাল এডুকেশনের গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অথবা ফিজিক্যাল এডুকেশনের ডিপ্লোমাধারীরা সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। থোক মাইনে ২৫,০০০ টাকা।
প্রার্থীবাছাই হলে লিখিত পরীক্ষা সহ স্কিল/ প্রাক্টিক্যাল টেস্ট এবং/ অথবা ইন্টারভিউয়ের মাধ্যমে।
আবেদন করবেন নির্ধারিত বয়ানে। এরজন্য প্রার্থীর একটি ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকা চাই। দরখাস্তের বয়ান পাবেন www.cipet.gov.in ওয়েবসাইট। একটি সাদা কাগজে বয়ানের প্রিন্ট নিয়ে নেবেন। পূরণ করবেন সঠিকভাবে। এর নির্দিষ্ট জায়গায় ১ কপি পাসপোর্ট মাপের ছবি সেঁটে দেবেন। সঙ্গে দেবেন জন্মতারিখের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, প্রতিবন্ধকতার সার্টিফিকেট, যাবতীয় শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, অভিজ্ঞতার সার্টিফিকেট, কোনও সচিত্র পরিচয়পত্র সহ যাবতীয় প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত জেরক্স। এগুলি একটি খামে ভরে তার ওপরে লিখবেন: “Advt.No…………..”, “Name of the Post applied……….“ and “Name of the Centre applied……..“. এই নিয়োগের ক্ষেত্রে কোনও আবেদনের ফি দিতে হবে না। এবার দরখাস্ত এমনভাবে পাঠাবেন যেন তা পৌঁছয় ২০ মার্চের মধ্যে। এই ঠিকানায়: The Principal Director (New Projects), CIPET Head Office, T.V.K. Industrial Estate, Guindy, Chennai – 600 032. সেন্টার অনুযায়ী শূন্যপদের বিবরণ সহ বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ/ বয়ান ডাউনলোড করুন:– https://www.cipet.gov.in/job-opportunities/contractual_positions.php