কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস হিসেবে ১০০ জনকে নিচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার, বার্নপুর, ইসকো স্টিল প্ল্যান্টে। অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট, ১৯৬১ -এর অধীনে ১ বছরের ট্রেনিং হবে বার্নপুর ইসকো স্টিল প্ল্যান্টে।
ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল, মেটালার্জি, কেমিক্যাল, সিভিল এবং ইনস্ট্রুমেন্টেশন শাখায় মোট আসন ১০০টি। আবার ১০০টির মধ্যে অসংরক্ষিত ৪১, তঃজাঃ ২০, তঃউঃজাঃ ৫, ওবিসি ২২, আর্থিকভাবে দুর্বল প্রার্থী ১০ এবং শারীরিক প্রতিবন্ধী ২।
মাধ্যমিক/ সমতুল পাশ এবং সংশ্লিষ্ট স্পেশ্যালাইজেশনের স্বীকৃত ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাধারী হতে হবে। ২৮-২-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে।
যাঁরা ইতিমধ্যেই ট্রেনিংয়ের জন্য রেজিস্টার্ড/ ট্রেনিং নিয়েছেন/ ট্রেনিং নিচ্ছেন তাঁরা আবেদনের যোগ্য নন।
প্রার্থিবাছাই হবে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে।
দরখাস্ত করবেন অনলাইনে www.sail.co.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৭ মার্চের মধ্যে। তবে তার আগে রেজিস্ট্রেশন করতে হবে http://portal/mhrdnats.gov.in পোর্টালে। অনলাইন দরখাস্ত করার সময় বৈধ রেজিস্ট্রেশন নম্বরটির প্রয়োজন হবে। বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করুন:- http://portal.mhrdnats.gov.in/sites/default/files/file_upload/advt_sail_ISP-final.pdf