Hindustan Copper LimitedCentral Government Training 

হিন্দুস্তান কপারে ১৯৫ ট্রেড অ্যাপ্রেন্টিস

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ট্রেনিংয়ের জন্য ১৯৫ আসনে অ্যাপ্রেন্টিস নিচ্ছে হিন্দুস্তান কপার লিমিটেডের মালঞ্জখন্ড কপার প্রোজেক্টে। অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট ১৯৬১ –র অধীনে ট্রেনিং হবে মেট (মাইনস), ডিজেল মেকানিক, ফিটার, টার্নার, ওয়েল্ডার সহ নীচে বলা মোট ১৮টি ট্রেডে। ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড পাবেন। ট্রেনিংয়ে যোগ দিতে পারবেন শারীরিকভাবে সুস্থ ঘোষিত হলে। আসন সংখ্যা কমতে বা বাড়তে পারে।

কোন ট্রেডে কত আসন ও মেয়াদ কত ও শিক্ষাগত যোগ্যতা:- মেট (মাইনস): ২০টি। মেয়াদ ৩ বছর। ব্লাস্টার (মাইনস): ২১টি। মেয়াদ ২ বছর। এই দুই ট্রেডের জন্য মাধ্যমিক/ সমতুল পাশ।

এছাড়া- ডিজেল মেকানিক ১০টি, ফিটার ১৬টি, টার্নার ১৬টি, ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক) ১৬টি, ইলেক্ট্রিশিয়ান ৩৬টি, ড্রাফটসম্যান (সিভিল) ৪টি, ড্রাফটসম্যান (মেকানিক্যাল) ৩টি, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট (কোপা) ১৪টি, সার্ভেয়র ৮টি, এসি অ্যান্ড রেফ্রিজারেশন মেকানিক ২টি, মেসন (বিল্ডিং কনট্রাক্টর) ৪টি, কার্পেন্টার ৬টি, প্লাম্বার ৫টি, হর্টিকালচার অ্যাসিস্ট্যান্ট ৪টি, ইনস্ট্রুমেন্ট মেকানিক ৪টি, সোলার টেকনিশিয়ান (ইলেক্ট্রিশিয়ান) ৬টি। এই ১৬টি ট্রেডের জন্য মাধ্যমিক/ সমতুল পাশ এবং সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই পাশ হতে হবে। সব ট্রেডে পাশ করে থাকতে হবে ২০ আগস্টের মধ্যে। ২০২১ সালে বা তার আগে আইটিআই পাশ করে থাকলে ‘আগে কখনও অন্য কোথাও থেকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নেননি, আগে কোথাও চাকরি করেননি’ এই মর্মে নন-জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে ম্যাজিস্ট্রেট বা নোটারির পাবলিকের সামনে শপথ নেওয়া হলফনামা জমা দিতে হবে। ডিপ্লোমা/ বি.ই. বা সমতুল কিংবা বি.এ./ বি.এসসি./ বি.কম. পাশ প্রার্থীরা আবেদনের যোগ্য নন।

২০-০৮-২০২৪ তারিখের হিসেবে বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।বয়সের ছাড় পাবেন।

প্রার্থিবাছাই হবে মাধ্যমিক/ সমতুল পরীক্ষা এবং আইটিআই -এর নম্বরের ভিত্তিতে। আইটিআই –এ ৩০ শতাংশ এবং মাধ্যমিক/ সমতুলে ৭০ শতাংশ ওয়েটেজ। কেবল মেট (মাইনস) এবং ব্লাস্টার (মাইনস) -এর ক্ষেত্রে মাধ্যমিক/ সমতুলে ১০০ শতাংশ ওয়েটেজ। বাছাই প্রার্থীদের তালিকা প্রকাশিত হবে ২৮ আগস্ট।

আবেদন করবেন অনলাইনে। প্রথমে ভারত সরকারের অ্যাপ্রেন্টিসশিপ পোর্টাল www.apprenticeship.gov.in -এ নিজের নাম রেজিস্টার করবেন (বাধ্যতামূলক)। দ্বিতীয় ধাপে হিন্দুস্তান কপারের ওয়েবসাইটে (www.hindustancopper.com) অনলাইন আবেদন করতে হবে ২০ আগস্টের মধ্যে (বাধ্যতামূলক)। প্রার্থীর একটি বৈধ ই-মেইল আইডি এবং মোবাইল নম্বর থাকা চাই। এছাড়া ছবি, সইয়ের স্ক্যান অপলোড করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশনের এবং অ্যাকনলেজমেন্ট স্লিপের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। সংশোধন ইত্যাদি থাকলে তা পাবেন কোম্পানীর ওয়েবসাইটে। বিজ্ঞপ্তি নং HCL/MCP/HR/Trade App./2024. আরও বিস্তারিত তথ্য ওয়েবসাইটে।

Related posts

Leave a Comment