কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ডিউটি ম্যানেজার, ডিউটি অফিসার-রাম্প, জুনিয়র এক্সিকিউটিভ সহ বিভিন্ন পদে ১৬০ জনকে নিচ্ছে এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসেস (পূর্বতন এয়ার ইন্ডিয়া এয়ার ট্রান্সপোর্ট সার্ভিসেস) লিমিটেডে। নিয়োগ হবে ওয়েস্টার্ন রিজিয়নের মুম্বাই স্টেশনে। প্রার্থীবাছাই হবে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে।
ডিউটি ম্যানেজার-রাম্প: শূন্যপদ ৪টি। যে কোনও শাখার গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা ১৬ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে এবং যারমধ্যে থেকে ৪ বছর কোনও এয়ারলাইনে ম্যানেজেরিয়াল/ সুপারভাইজরি পদে রাম্প হ্যান্ডলিংয়ের কাজে অভিজ্ঞতা অর্জন করে থাকতে হবে। কম্পিউটার অপেরেশনে দক্ষ হতে হবে। বয়স হতে হবে ৫৫ বছরের মধ্যে। থোক মাইনে মাসে ৪৫,০০০ টাকা।
ডিউটি অফিসার-রাম্প: শূন্যপদ ৪টি। যে কোনও শাখার গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা ১২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে এবং যারমধ্যে থেকে ৪ বছর কোনও এয়ারলাইনে ম্যানেজেরিয়াল/ সুপারভাইজরি পদে রাম্প হ্যান্ডলিংয়ের কাজে অভিজ্ঞতা অর্জন করে থাকতে হবে। কম্পিউটার অপেরেশনে দক্ষ হতে হবে। বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে। থোক মাইনে মাসে ৩২,২০০ টাকা।
জুনিয়র এক্সিকিউটিভ (টেকনিক্যাল): শূন্যপদ ১০টি। মেকানিক্যাল/ অটোমোবাইল/ প্রোডাকশন/ ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাচেলর ডিগ্রিধারীরা হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্সধারী হলে আবেদন করতে পারেন। তবে নির্বাচিত হলে নিয়োগের পর ১২ মাসের মধ্যে ভারি গাড়ি চালানোর বৈধ লাইসেন্স অর্জন করে নিতে হবে। অ্যাভিয়েশনের কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। বয়স হতে হবে ২৮ (তফশিলিদের ক্ষেত্রে ৩৩, ওবিসিদের ক্ষেত্রে ৩১) বছরের মধ্যে। থোক মাইনে মাসে ২৫,৩০০ টাকা। এই পদের ক্ষেত্রে থাকবে অতিরিক্ত গ্রুপ ডিসকাশন।
ম্যানেজার-ফিন্যান্স: শূন্যপদ ১টি। ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অফ ইন্ডিয়ায় থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্ট অফ ইন্ডিয়া থেকে কস্ট অ্যাকাউন্ট্যান্ট পাশ প্রার্থীরা সংশ্লিষ্ট ইনস্টিটিউটের মেম্বার হলে আবেদন করতে পারেন। যাঁরা মেম্বারশিপের জন্য আবেদন করেছেন, তাঁরাও আবেদনের যোগ্য। যাঁদের সংশ্লিষ্ট বা অন্য কোনও এয়ারলাইনে কাজের অভিজ্ঞতা এবং কম্পিউটারের জ্ঞান আছে, তাঁরা অগ্রাধিকার পাবেন। বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। থোক মাইনে মাসে ৫০,০০০ টাকা।
অফিসার-অ্যাকাউন্টস: শূন্যপদ ১টি। ইন্টার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট/ ইন্টার কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি অথবা ফিন্যান্সের ২ বছরের এমবিএ ডিগ্রিধারী এমএস অফিস অপেরেশনের জ্ঞান থাকলে এবং এয়ারলাইন বা গ্রাউন্ড হ্যান্ডলিং কোম্পানিতে অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্সের কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩০ (তফশিলিদের ক্ষেত্রে ৩৫, ওবিসিদের ক্ষেত্রে ৩৩) বছরের মধ্যে। মূল মাইনে মাসে ৩২,২০০ টাকা।
অ্যাসিস্ট্যান্ট-অ্যাকাউন্টস: শূন্যপদ ২টি। গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসের কাজে ১ বছরে অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। ওয়েলফেয়ার ফান্ড, প্রফেশনাল ট্যাক্স ইত্যাদি কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। বয়স হতে হবে ২৮ (তফশিলিদের ক্ষেত্রে ৩৩, ওবিসিদের ক্ষেত্রে ৩১) বছরের মধ্যে। মূল মাইনে মাসে ২১,৩০০ টাকা।
জুনিয়র এক্সিকিউটিভ (প্যাক্স): শূন্যপদ ১০টি। গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা কোনও এয়ারলাইনে ভাড়া, সংরক্ষণ, টিকিটিং, কম্পিউটারাইজড প্যাসেঞ্জার চেক-ইন/ কার্গো হ্যান্ডলিংয়ের কাজে ৯ বছরের অভিজ্ঞতা থাকলে অথবা গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা যে কোনও ডিসিপ্লিনের এমবিএ (২ বছরের পুরো সময়ের অথবা ৩ বছরের পার্টটাইম) ডিগ্রিধারী হলে এবং কোনও এয়ারলাইনে ভাড়া, সংরক্ষণ, টিকিটিং, কম্পিউটারাইজড প্যাসেঞ্জার চেক-ইন/ কার্গো হ্যান্ডলিংয়ের কাজে ৬ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩৫ (তফশিলিদের ক্ষেত্রে ৪০, ওবিসিদের ক্ষেত্রে ৩৮) বছরের মধ্যে। থোক মাইনে মাসে ২৫,৩০০ টাকা। এই পদের ক্ষেত্রে থাকবে অতিরিক্ত স্ক্রিনিং টেস্ট।
জুনিয়র এক্সিকিউটিভ এইচআর এন্ড অ্যাডমিনিস্ট্রেশন: শূন্যপদ ৬টি। হিউম্যান রিসোর্স/ পার্সোনেল ম্যানেজমেন্টের এমবিএ ডিগ্রিধারীরা সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকলে এবং এমএস অফিস অপেরেশনের জ্ঞান থাকলে অথবা গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা হিউম্যান রিসোর্স/ অ্যাডমিন ফাংশনস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন্স/ লিগ্যালের কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে এবং এমএস অফিস অপেরেশনে দক্ষ হলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩৫ (তফশিলিদের ক্ষেত্রে ৪০, ওবিসিদের ক্ষেত্রে ৩৮) বছরের মধ্যে। থোক মাইনে মাসে ২৫,৩০০ টাকা। এই পদের ক্ষেত্রে থাকবে অতিরিক্ত স্ক্রিনিং টেস্ট।
সিনিয়র কাস্টমার এজেন্ট: শূন্যপদ ১০টি। গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা কোনও এয়ারলাইনে ভাড়া, সংরক্ষণ, টিকিটিং, কম্পিউটারাইজড প্যাসেঞ্জার চেক-ইন/ কার্গো হ্যান্ডলিংয়ের কাজে ৬ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩০ (তফশিলিদের ক্ষেত্রে ৩৫, ওবিসিদের ক্ষেত্রে ৩৩) বছরের মধ্যে। থোক মাইনে মাসে ২১,৭৯০ টাকা। এই পদের ক্ষেত্রে থাকবে অতিরিক্ত স্ক্রিনিং টেস্ট।
কাস্টমার এজেন্ট: শূন্যপদ ১০০টি। গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা বেসিক কম্পিউটার অপেরেশনের জ্ঞান থাকলে আবেদন করতে পারেন। আইএটিএ-ইউএফটিএএ বা আইএটিএ-এফআইএটিএ বা আইএটিএ-ডিজিআর বা আইএটিএ-কার্গোর ডিপ্লোমাধারীরা অগ্রাধিকার পাবেন। বয়স হতে হবে ২৮ (তফশিলিদের ক্ষেত্রে ৩৩, ওবিসিদের ক্ষেত্রে ৩১) বছরের মধ্যে। থোক মাইনে মাসে ২১,৩০০ টাকা।
প্যারামেডিক্যাল এজেন্ট-কাম- কেবিন সার্ভিসেস এজেন্ট: শূন্যপদ ১২টি। গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা নার্সিংয়ের ডিপ্লোমাধারী হলে অথবা নার্সিংয়ের বিএসসি ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩০ (তফশিলিদের ক্ষেত্রে ৩৫, ওবিসিদের ক্ষেত্রে ৩৩) বছরের মধ্যে। মূল মাইনে মাসে ২১,৩০০ টাকা। এই পদের ক্ষেত্রে হবে অতিরিক্ত স্ক্রিনিং টেস্ট।
প্রার্থীবাছাই হবে ওয়াক ইন ইন্টারভিউয়ের মধ্যে। ডেপুটি ম্যানেজার, ডেপুটি অফিস, জুনিয়র এক্সিকিউটিভ (টেকনিক্যাল), ম্যানেজার-ফিন্যান্স, অফিসার-অ্যাকাউন্টস, অ্যাসিস্ট্যান্ট-অ্যাকাউন্টস, জুনিয়র এক্সিকিউটিভ এইচআর এন্ড অ্যাডমিনিস্ট্রেশন পদের ইন্টারভিউ হবে ৭ মার্চ সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত। অন্যদিকে সিনিয়র এক্সিকিউটিভ (প্যাক্স), সিনিয়র কাস্টমার এজেন্ট, কাস্টমার এজেন্ট, প্যারামেডিক্যাল এজেন্ট পদের ক্ষেত্রে ইন্টারভিউ হবে ৬ মার্চ সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত।
আবেদন করবেন নির্ধারিত বয়ানে। দরখাস্তের বয়ান পাবেন http://www.airindia.in/careers.htm ওয়েবসাইটে। এর নির্দিষ্ট জায়গায় ১ কপি পাসপোর্ট মাপের ছবি সেঁটে দেবেন। ফি বাবদ দিতে হবে ৫০০ টাকা। জমা দেবেন ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। ড্রাফটি কাটবেন “AIR INDIA AIR TRANSPORT SERVICES LTD.”-এর অনুকূলে, যেন তা মুম্বাইয়ে ভাঙানোর যোগ্য হয়। এর উল্টোপিঠে নিজের নাম ও মোবাইল নম্বরটি লিখে দেবেন।
সঠিকভাবে পূরণ করা দরখাস্তের সঙ্গে নেবেন জন্মতারিখের প্রমাণপত্র, স্থায়ী বাসস্থানের প্রমাণপত্র, পান কার্ড, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, যাবতীয় শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, অভিজ্ঞতার প্রমাণপত্র ইত্যাদির মূল ও স্বপ্রত্যয়িত জেরক্স এবং ডিমান্ড ড্রাফটের মূলটি।
এগুলি একটি খামে ভরে দরখাস্ত সহ ওপরে বলা তারিখে ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হবেন এই ঠিকানায়: Systems & Training Division 2nd Floor, GSD Complex, Near Sahar Police Station, Airport Gate No.-5,Sahar, Andheri-E, Mumbai-400099। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: March 2020। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করুন:– http://www.airindia.in/writereaddata/Portal/career/875_1_AIATSL-ADVT-WR-BOM-AI-APS.pdf