কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: সাব-ইনস্পেক্টর (এক্সিকিউটিভ) এবং সাব-ইনস্পেক্টর (জেনারেল ডিউটি) পদে ১,৫৫৫ জনকে নিচ্ছে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র ৫ পুলিশ বাহিনীতে। এগুলি হল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF), বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF), ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ (ITBP), সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF) এবং সশস্ত্র সীমাবল (SSB)। সাব-ইনস্পেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স এক্সামিনেশন ২০২০ পরীক্ষার মাধ্যমে প্রার্থীবাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। সাব-ইনস্পেক্টর (জেনারেল ডিউটি) নিয়োগ হবে গ্রুপ-বি পদে এবং সাব-ইনস্পেক্টর (এক্সেকিউটিভ) নিয়োগ হবে গ্রুপ-সি পদে।
দিল্লি পুলিশে সাব-ইনস্পেক্টর (এক্সিকিউটিভ): মোট শূন্যপদ ১৬০টি। এরমধ্যে থেকে পুরুষদের জন্য শূন্যপদ ৮২টি (অসং ৩২, অসং-প্রাক্তন সমরকর্মী ৫, তঃজাঃ ১১, তঃজাঃ-প্রাক্তন সমরকর্মী ১, তঃউঃজাঃ ১৫, তঃউঃজাঃ-প্রাক্তন সমরকর্মী ১, ওবিসি ৬, ওবিসি-প্রাক্তন সমরকর্মী ২, আর্থিকভাবে দুর্বল ৯)। মহিলাদের জন্য শূন্যপদ ৭৮টি (অসং ৩৫, তঃজাঃ ১২, তঃউঃজাঃ ৬, ওবিসি ১৭, আর্থিকভাবে দুর্বল ৮)।
সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে নিয়োগ হবে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF): মোট শূন্যপদ ১,০৭২টি। এরমধ্যে থেকে পুরুষ: শূন্যপদ ১,০৪০টি (অসং ৪২১, তঃজাঃ ১৫৬, তঃউঃজাঃ ৭৮, ওবিসি ২৮১, আর্থিকভাবে দুর্বল ১০৪)। মহিলা: শূন্যপদ ৩২টি (অসং ১৩, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ২, ওবিসি ৯, আর্থিকভাবে দুর্বল ৩)। এদের মধ্যে থেকে প্রাক্তন সমরকর্মী ১০৭।
বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF): মোট শূন্যপদ ২৪৪টি। এরমধ্যে থেকে পুরুষ: শূন্যপদ ২৩২টি (অসং ৯৪, তঃজাঃ ৩৫, তঃউঃজাঃ ১৭, ওবিসি ৬৩, আর্থিকভাবে দুর্বল ১৩)। মহিলা: শূন্যপদ ১২টি (অসং ৫, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে দুর্বল ১)। এদের মধ্যে থেকে প্রাক্তন সমরকর্মী ২৪।
ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ (ITBP): মোট শূন্যপদ ৪৩টি। এরমধ্যে থেকে পুরুষ: শূন্যপদ ৩৬টি (অসং ২২, তঃজাঃ ৪, ওবিসি ৭, আর্থিকভাবে দুর্বল ৩)। মহিলা: শূন্যপদ ৭টি (অসং ৪, তঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে দুর্বল ১)। এদের মধ্যে থেকে প্রাক্তন সমরকর্মী ৪।
সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF): মোট শূন্যপদ ২০টি। এরমধ্যে থেকে পুরুষ: শূন্যপদ ১৮টি (অসং ৮, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ৫, আর্থিকভাবে দুর্বল ১)। মহিলা: শূন্যপদ ২টি (অসং)। এদের মধ্যে থেকে প্রাক্তন সমরকর্মী ২।
সশস্ত্র সীমাবল (SSB): মোট শূন্যপদ ১৬টি। এরমধ্যে থেকে পুরুষ: শূন্যপদ ১৬টি (অসং ৮, তঃজাঃ ৩, ওবিসি ৪, আর্থিকভাবে দুর্বল ১)। এদের মধ্যে থেকে প্রাক্তন সমরকর্মী ২।
বয়স ও মাইনে: বয়স হতে হবে ১-১-২০২১ তারিখের হিসেবে ২০ থেকে ২৫ বছরের মধ্যে। অর্থাৎ জন্মতারিখ হতে হবে ২-১-১৯৯৬ থেকে ১-১-২০০১ তারিখের মধ্যে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩ বছর ও প্রাক্তন সমরকর্মীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। এছাড়া বিধবা, বিবাহবিচ্ছিন্না, আইনত পতিসঙ্গহীন মহিলারা পুনরায় বিবাহ না করে থাকলে ৩৫ (তফশিলি হলে ৪০) বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। মূল মাইনে ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: সবক্ষেত্রেই কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। যাবতীয় শিক্ষাগত যোগ্যতার শর্ত পূরণ হতে হবে ১-১-২০২১ তারিখের হিসেবে। অন্যদিকে, দিল্লি পুলিশে সাব-ইনস্পেক্টর পদের পুরুষের হালকা গাড়ি (Motorcycle and Car) চালানোর বৈধ লাইসেন্স থাকা চাই। তবে যাঁদের লাইসেন্স নেই তাঁরা অন্যান্য সশস্ত্র বাহিনীতে আবেদন করতে পারেন।
শারীরিক মাপজোক: হতে হবে পুরুষদের ক্ষেত্রে — উচ্চতায় ১৭০ (গোর্খা, কুমায়ুন, গাড়োয়াল, দোগ্রা, উত্তর-পূর্বাঞ্চলের প্রার্থীদের ক্ষেত্রে ১৬৫, তফশিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ১৬২.৫) সেমি, বুকের ছাতি না-ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৮০ ও ৮৫ (তফশিলি উপজাতিদের ক্ষেত্রে ৭৭ ও ৮২) সেমি। মহিলাদের ক্ষেত্রে — উচ্চতায় ১৫৭ (গোর্খা, কুমায়ুন, গাড়োয়াল, দোগ্রা, উত্তর-পূর্বাঞ্চলের প্রার্থীদের ক্ষেত্রে ১৫৫, তফশিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ১৫৪) সেমি। সবক্ষেত্রেই উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন থাকা চাই। দৃষ্টিশক্তি হতে হবে কাছের ক্ষেত্রে ভাল চোখে N6 এবং খারাপ চোখে N9 যা চশমা ছাড়া দূরের ক্ষেত্রে ভাল চোখে ৬/৬ এবং খারাপ চোখে ৬/৯ হওয়া চাই। ভাঙা হাঁটু, চ্যাটালো পায়ের পাতা, শিরাস্ফীতি, তির্যক চাউনি থাকলে আবেদন করবেন না। নথিপত্র যাচাইয়ের সময় যাবতীয় প্রমাণপত্রের মূলগুলি সঙ্গে নিয়ে যাবেন।
প্রার্থীবাছাই পদ্ধতি: প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা, শারীরিক মাপজোকের পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। লিখিত পরীক্ষায় থাকবে ২টি পেপার। প্রথম পেপারে থাকবে ৪টি পার্ট। প্রথম পড়তে থাকবে ৫০ নম্বরের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, ৫০ নম্বরের জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ানেস, ৫০ নম্বরের কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউট এবং ৫০ নম্বরের ইংলিশ কম্প্রিহেনশন। উত্তরের জন্য সময় পাবেন ২ ঘণ্টা। পরীক্ষা হবে ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত। দ্বিতীয় পেপারে থাকবে ২০০ নম্বরের ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন। উত্তরের জন্য সময় পাবেন ২ ঘন্টা। পরীক্ষা হবে আগামী বছরের ১ মার্চ। প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের। নেগেটিভ মার্কিং আছে। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। অতিরিক্ত যোগ্যতা থাকলেও আলাদা নম্বর পাবেন। পরীক্ষা হবে নিচে বলা কেন্দ্রগুলিতে।
এতে সফলদের শারীরিক সক্ষমতার পরীক্ষায় পুরুষদের ক্ষেত্রে থাকবে ১৬ সেকেন্ডে ১০০ মিটার দৌড়, ৬.৫ মিনিটে ১.৬ কিমি দৌড়, সর্বাধিক ৩টি সুযোগে ৩.৬৫ মিটার লং জাম্প, সর্বাধিক ৩টি সুযোগে ১.২ মিটার হাই জাম্প এবং সর্বাধিক ৩টি সুযোগে ৪.৫ মিটার (১৬ Lbs) শটপুট। মহিলাদের ক্ষেত্রে থাকবে ১৮ সেকেন্ডে ১০০ মিটার দৌড়, ৪ মিনিটে ৮০০ মিটার দৌড়, সর্বাধিক ৩টি সুযোগে ২.৭ মিটার লং জাম্প, সর্বাধিক ৩টি সুযোগে ০.৯ মিটার হাই জাম্প।
আবেদনের পদ্ধতি: আবেদন করবেন অনলাইনে https://ssc.nic.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৬ জুলাইয়ের মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে নিজের পাসপোর্ট মাপের ছবি (২০ থেকে ৫০ কেবি সাইজের মধ্যে), সই (১০ থেকে ২০ কেবি সাইজের মধ্যে) স্ক্যান করে রাখবেন। দরখাস্ত করার সময় আপলোড করতে হবে। প্রথমে ওপরে বলা ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে। আবেদনের ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। অনলাইনে ফি জমা দিতে পারবেন ১৮ জুলাইয়ের মধ্যে। এছাড়া অফলাইনে ডাউনলোড করা চালানের মাধ্যমেও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কোনও শাখায় ফি জমা করতে পারেন ২২ জুলাইয়ের মধ্যে। তবে চালান জেনারেট করতে হবে ২০ জুলাইয়ের মধ্যে। তফশিলি, মহিলা ও প্রাক্তন সমরকর্মীদের এই ফি দিতে হবে না। এবার সাবমিট করে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নেবেন। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পরীক্ষা কেন্দ্রগুলি হল — উত্তর-পূর্বাঞ্চলের: Itanagar (5001), Dibrugarh (5102), Goalpara (5104), Guwahati (Dispur) (5105), Jorhat (5107), Lakimpur (5109), Silchar (5111), Tezpur (5112), Kohima (5302), Shillong (5401), Imphal (5501), Churachandpur (5502), Ukhrul (5503), Agartala (5601), Aizwal (5701). পূর্বাঞ্চলের: Port Blair (4802), Ranchi (4205), Bhubaneshwar (4604), Kolkata (4410). এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে পরীক্ষা কেন্দ্র আছে। বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন– রেজিস্ট্রেশন ।। লগ-ইন ।।