Home Miscellaneous ইন্দো-চিন নিয়ন্ত্রণরেখায় পিএইটআই যুদ্ধবিমান ভারতের

ইন্দো-চিন নিয়ন্ত্রণরেখায় পিএইটআই যুদ্ধবিমান ভারতের

26
0
P81 Biman
P81 Biman

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ইন্দো-চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিমান নিযুক্ত করেছে ভারত। সূত্রের খবর, এয়ার স্পেসে বিশেষ নজরদারির দায়িত্বে পিএইটআই বিমান। উল্লেখ্য, মার্কিন নৌসেনা ওই বিমান ব্যবহার করে থাকে। ডোকলাম বিতর্কের সময়ও পিএইটআই বিমান ব্যবহার করা হয়েছিল বলে খবর। লাদাখে ভারত-চিন সংঘাতের আবহে বেজিংয়ের সমালোচনা করল ওয়াশিংটন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here