পশ্চিমবঙ্গে ১,৫০০ কমিউনিটি হেলথ অফিসার
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ন্যাশনাল হেলথ মিশনের অধীনে কমিউনিটি হেলথ অফিসার পদে ১,৫০০ জনকে নিচ্ছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে। নিয়োগ হবে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে। মনে রাখবেন, রেজিস্ট্রেশন করতে হবে ১০ নভেম্বরের মধ্যে। প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে ও বাংলায় লিখতে, পড়তে ও কথা বলতে জানতে হবে।
বিএসসি নার্সিং/ পোস্ট বেসিক বিএসসি-র অধীনে ২০২০/ ২০২১ সালে কমিউনিটি হেলথ ব্রিজ প্রোগ্রামের সার্টিফিকেট (BPCCHN) কোর্স পাশ করে থাকলে এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন করে থাকলে আবেদন করতে পারেন। এমএস অফিসের জ্ঞান সহ যে এলাকার জন্য আবেদন করবেন সেখানকার স্থানীয় ভাষা জানলে ভাল।
বয়স হতে হবে ১-৪-২০২১ তারিখের হিসেবে ৪০ বছরের মধ্যে। থোক পারিশ্রমিক মাসে ২০,০০০ টাকা।
প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে। মোট ১০০ নম্বরের মধ্যে লিখিত পরীক্ষায় থাকবে ৮৫% এবং ইন্টারভিউয়ে থাকবে ১৫% নম্বর। মেরিট-কাম -চয়েজ কাউন্সিলিংয়ের মাধ্যমে নিয়োগ হবে রাজ্যের যেকোনও জেলায়।
আবেদন করবেন অনলাইনে https://www.wbhealth.gov.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ১৫ নভেম্বরের মধ্যে। তবে রেজিস্ট্রেশন করতে হবে ১০ নভেম্বরের মধ্যে। আবেদনের ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। অনলাইনে ফি জমা দেবেন ১২ নভেম্বরের মধ্যে। ফাইনাল সাবমিশন করবেন ১৫ নভেম্বরের মধ্যে। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

