Home Central Government ভারত ইলেক্ট্রনিক্সে ১৫০ ট্রেড অ্যাপ্রেন্টিস

ভারত ইলেক্ট্রনিক্সে ১৫০ ট্রেড অ্যাপ্রেন্টিস

6
0
Bel gaziabad
Bel gaziabad

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বিভিন্ন ট্রেড ১৫০ জনকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিচ্ছে ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেডে। অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট ১৯৬১ অনুযায়ী ট্রেনিং হবে ফিটার, টার্নার, ইলেক্ট্রিশিয়ান, মেশিনিস্ট, ড্রাফটসম্যান সহ বিভিন্ন ট্রেড। সবক্ষেত্রেই ট্রেনিংয়ের মেয়াদ ১ বছর। যাঁরা ৩১-৩-২০২০ তারিখ থেকে ৩ বছরের মধ্যে আইটিআই পাশ করেছেন, কেবলমাত্র তাঁরাই আবেদন করতে পারেন।

ট্রেড অনুযায়ী আসন সংখ্যাগুলি হল– ফিটার: আসন সংখ্যা ১৬টি। টার্নার: আসন সংখ্যা ৪টি। ইলেক্ট্রিশিয়ান: আসন সংখ্যা ১৪টি। ইলেক্ট্রনিক্স মেকানিক: আসন সংখ্যা ১৯টি। মেশিনিস্ট: আসন সংখ্যা ৫টি। ড্রাফটসম্যান (সিভিল): আসন সংখ্যা ৪টি। ড্রাফটসম্যান (মেকানিক্যাল): আসন সংখ্যা ৯টি। রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং: আসন সংখ্যা ৪টি। ইলেক্ট্রোপ্লেটের (পুরুষ): শূন্যপদ ৪টি। ওয়েল্ডার: শূন্যপদ ২টি। কোপা: শূন্যপদ ৬৯টি।

ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং স্বীকৃত সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই সার্টিফিকেটধারীরা আবেদন করতে পারেন। যাঁরা পূর্বে এই ধরনের ট্রেনিং নিয়েছেন বা যাঁরা বর্তমানে ট্রেনিং নিচ্ছেন, তাঁরা আবেদন করবেন না।

বয়স হতে হবে ৩১-৩-২০২০ তারিখের হিসেবে ২১ বছরের মধ্যে। তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীরা ৫, ওবিসিরা ৩ বছর বয়সের ছাড় পাবেন।
ট্রেনিংয়ের মেয়াদ ১ বছর। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড ফিটার/ টার্নার/ ইলেক্ট্রিশিয়ান/ ইলেক্ট্রনিক্স মেকানিক/ মেশিনিস্ট/ ড্রাফটসম্যান (সিভিল)/ ড্রাফটসম্যান (মেকানিক্যাল)/ রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং/ ইলেক্ট্রোপ্লেটের ট্রেডের ক্ষেত্রে মাসে ৮,১৯৬ টাকা এবং ওয়েল্ডার/ কোপা ট্রেডের ক্ষেত্রে মাসে ৭,২৮৫ টাকা।

আবেদনের জন্য প্রথমে প্রার্থীকে http://apprenticeship.gov.in ওয়েবসাইটে নাম রেজিস্ট্রেশন করতে হবে, ১৬ মার্চের মধ্যে। তখন পাবেন রেজিস্ট্রেশন নম্বর। রেজিস্ট্রেশনের আগে নিজের পাসপোর্ট মাপের ছবি (২০ কেবি সাইজের মধ্যে, জেপিজি ফর্ম্যাটে), আধার কার্ড (১ এমবি সাইজের মধ্যে), যাবতীয় শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র (১ এমবি সাইজের মধ্যে) স্ক্যান করে রাখবেন। পরে আপলোড করে হবে। এছাড়া ব্যাঙ্ক ডিটেলস ও বৈধ ইমেল আইডি প্রস্তুত রাখবেন। এবার ফাইনাল সাবমিশন করে সিস্টেম জেনারেটেড এপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। এই ট্রেনিংয়ের বিজ্ঞপ্তি নং: 12930/64/HRD/GAD/05। আবেদনের বিস্তারিত পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে। এছাড়াও বিস্তারিত তথ্য পাবেন http://bel-india.in/ ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করুন:– http://bel-india.in/Documentviews.aspx?fileName=Advt%20ITI%20(Eng)-29-02-2020.pdf

অনলাইন রেজিস্ট্রেশন/ আবেদন করুন:–http://apprenticeship.gov.in/Pages/Apprenticeship/ApprenticeRegistration.aspx

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here