Home Central Government কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকে ৪১ অফিসার, সায়েন্টিস্ট

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকে ৪১ অফিসার, সায়েন্টিস্ট

27
0
scientist laboratory
scientist laboratory

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: জুনিয়র সায়েন্টিফিক অফিসার, রিজিওনাল হোম ইকোনোমিস্ট, সায়েন্টিস্ট-বি সহ বিভিন্ন পদে ৪১ জনকে নিচ্ছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকে। প্রার্থীবাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। যে কোনও ভারতীয় নাগরিক নিচের মতো যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন। শুরুতে নিয়ম অনুযায়ী প্রবেশন।

জুনিয়র সায়েন্টিফিক অফিসার (ভ্যাকান্সি নং: 20020401522): শূন্যপদ ২টি। মাইক্রোবায়োলজির এমএসসি বা প্ল্যান্ট প্যাথোলজি/ মাইক্রোবায়োলজি/ মাইকোলোজিতে স্পেশ্যালাইজেশন সহ বটানির এমএসটি ডিগ্রিধারীরা অথবা সয়েল সায়েন্স/ অ্যাগ্রিকালচার কেমিস্ট্রি/ অ্যাগ্রোনোমি/ মাইক্রোবায়োলজি/ প্ল্যান্ট প্যাথোলজি/ হটিকালচার/ অ্যাগ্রিকালচার এক্সটেনশনে স্পেশ্যালাইজেশন সহ অ্যাগ্রিকালচারের এমএসসি ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। ওপরে বলা ডিসিপ্লিনের পিএইচডি ডিগ্রিধারীরা সংশ্লিষ্ট কাজের ২ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। মূল মাইনে লেভেল-৭ অনুযায়ী। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।

রিজিওনাল হোম ইকোনোমিস্ট (ভ্যাকান্সি নং: 20020402522): শূন্যপদ ১টি। অ্যাগ্রিকালচার/ অ্যাগ্রিকালচার এক্সটেনশন/ সোশিওলোজি/ হোম সায়েন্স এক্সটেনশনের মাস্টার ডিগ্রিধারীরা অথবা অ্যাগ্রিকালচারের বিএসসি ডিগ্রিধারীরা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের মাস্টার ডিগ্রিধারী হলে আবেদন করতে পারেন। সঙ্গে কোনও অ্যাগ্রিকালচার এক্সটেনশনে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। অ্যাগ্রিকালচার বা হোম সায়েন্স এক্সটেনশন ট্রেনিং প্রোগ্রাম আয়োজনের কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকলে ভাল। মূল মাইনে লেভেল-১০ অনুযায়ী। বয়স হতে হবে ৩৮ বছরের মধ্যে।

সায়েন্টিস্ট-বি (সিভিল ইঞ্জিনিয়ারিং) (ভ্যাকান্সি নং: 20020403522): শূন্যপদ ৭টি। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাচেলর ডিগ্রিধারীরা সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। মূল মাইনে লেভেল-১০ অনুযায়ী। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।

সায়েন্টিস্ট-বি (সিভিল ইঞ্জিনিয়ারিং) (ভ্যাকান্সি নং: 20020404522): শূন্যপদ ২৪টি। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাচেলর ডিগ্রিধারীরা সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। মূল মাইনে লেভেল-১০ অনুযায়ী। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।

সায়েন্টিস্ট-বি (ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং) (ভ্যাকান্সি নং: 20020405522): শূন্যপদ ২টি। ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাচেলর ডিগ্রিধারীরা সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। মূল মাইনে লেভেল-১০ অনুযায়ী। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।

সায়েন্টিস্ট-বি (এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং) (ভ্যাকান্সি নং: 20020406522): শূন্যপদ ২টি। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাচেলর ডিগ্রিধারীরা সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। মূল মাইনে লেভেল-১০ অনুযায়ী। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।

সায়েন্টিস্ট-বি (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং) (ভ্যাকান্সি নং: 20020407522): শূন্যপদ ২টি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাচেলর ডিগ্রিধারীরা সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। মূল মাইনে লেভেল-১০ অনুযায়ী। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।

সায়েন্টিস্ট-বি (জিওফিজিক্স) (ভ্যাকান্সি নং: 20020408222): শূন্যপদ ১টি। জিওফিজিক্সের মাস্টার ডিগ্রিধারীরা সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। মূল মাইনে লেভেল-১০ অনুযায়ী। বয়স হতে হবে ৩৮ বছরের মধ্যে।

সবক্ষেত্রেই বয়সের হিসেবে করতে হবে ১২-৩-২০২০ তারিখের হিসেবে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩, শারীরিক প্রতিবন্ধীরা ১০ (তফশিলি হলে ১৫, ওবিসি হলে ১৩) বছর এবং প্রাক্তন সমরকর্মীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

প্রার্থীবাছাই হবে ইন্টারভিউ বা রিক্রুটমেন্ট টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে। বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। বাছাই পরীক্ষার মোট নম্বর ১০০। বাছাই পরীক্ষা সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন নিচে বলা ওয়েবসাইটে।

আবেদন করবেন অনলাইনে http://www.upsconline.nic.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৩ মার্চের মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ইমেল আইডি ও মোবাইল নিম্বর থাকা চাই। অনলাইন আবেদন করতে বসার আগে নিজের যাবতীয় প্রমাণপত্র ওয়েবসাইটে দেওয়া নির্দেশ অনুযায়ী স্ক্যান করে রাখবেন। দরখাস্ত করে সময় আপলোড করে হবে। আবেদনের ফি বাবদ দিতে হবে ২৫ টাকা। জমা দেবেন ডেবিট/ ক্রেডিট কার্ড বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলাদের এই ফি দিতে হবে না। এবার ফাইনাল সাবমিশন করে ইউনিক নম্বর সহ সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট নেবেন ১৩ মার্চের মধ্যে। এটি নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: 04/2020। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করুন:– https://upsconline.nic.in/ora/oraauth/candidate/download_ad.php?id=MjIzAMDNCYXUXVNKKFIAZCCSAI7HOPGIIA35QXS9CAQ16CDLA2LWJX

অনলাইন আবেদন করুন:– https://upsconline.nic.in/ora/VacancyNoticePub.php

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here