Home Central Government ১১৬ আইটিআই অ্যাপ্রেন্টিস ট্রেনি কম্ব্যাট ভেহিকলস রিসার্চে

১১৬ আইটিআই অ্যাপ্রেন্টিস ট্রেনি কম্ব্যাট ভেহিকলস রিসার্চে

4
0
combat vehicle research
combat vehicle research

আবেদনের শেষ তারিখ বেড়ে হল ১৭ এপ্রিল

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: আইটিআই অ্যাপ্রেন্টিস ট্রেনি হিসেবে ১১৬ জনকে নিচ্ছে ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের চেন্নাইয়ে অবস্থিত কম্ব্যাট ভেইকলস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাব্লিশমেন্টে। ট্রেনিংয়ের মেয়াদ হবে অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট, ১৯৬১ ও অ্যাপ্রেন্টিসশিপ রুলস অনুযায়ী। নেওয়া হবে কার্পেন্টার, কোপা, ড্রাফটসম্যান (মেকানিক্যাল), ইলেক্ট্রিশিয়ান-সহ মোট ১২টি ট্রেডে।

মোট শূন্যপদের মধ্যে থেকে কার্পেন্টার ২টি, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট (কোপা) ২৩টি, ড্রাফটসম্যান (মেকানিক্যাল) ৫টি, ইলেক্ট্রিশিয়ান ২০টি, ইলেক্টনিক্স ২টি, ফিটার ৩৩টি, মেশিনিস্ট ১১টি, মেকানিক (মোটর ভেহিকল) ৫টি, পেইন্টার ২টি, প্লাম্বার ২টি, টার্নার ৫টি, ওয়েল্ডার ৬টি।

সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি স্বীকৃত আইটিআই পাশ হতে হবে। কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট (কোপা), পেন্টার, প্লাম্বার এবং ওয়েল্ডার ছাড়া বাকি সব ট্রেডের ক্ষেত্রেই ২ বছরের আইটিআই পাশ হওয়া চাই। ১-৩-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

আইটিআই প্রার্থীদের অবশ্যই এনসিভিটি এমআইএস পোর্টালে (http://ncvtmis.gov.in) রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন নম্বরটি অনলাইন দরখাস্ত পূরণ করার সময় আপলোড করতে হবে। এছাড়া ইন্টারভিউ/ প্রমাণপত্র যাচাইয়ের সময় নম্বরটি যাচাই করা হবে। www.rac.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৭ এপ্রিলের মধ্যে। দরখাস্তের প্রিন্ট নিতে হবে। স্কিল টেস্ট/ ইন্টারভিউয়ের সময় দরখাস্তের প্রিন্ট প্রিন্টআউট এবং যাবতীয় প্রমাণপত্রের মূল সঙ্গে নিয়ে যেতে হবে। বিজ্ঞপ্তি নং: CVRDE/ADMIN/2020. আরও বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইটে।

অনলাইন আবেদন/ পিডিএফ ডাউনলোড করুন:– https://rac.gov.in/cgibin/2020/advt_cvrde_aprntc/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here