Home Central Government কাউন্সিল অফ সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ আয়োজিত

কাউন্সিল অফ সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ আয়োজিত

39
0
CSIR-UGC-NET-June-2020
CSIR-UGC-NET-June-2020

ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টের দরখাস্ত নিচ্ছে

আবেদনের শেষ তারিখ বেড়ে হল ১৫ মে

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: আবেদনের শেষ তারিখ বেড়ে হল ১৫ মে। দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং লেকচারশিপ/ জুনিয়র রিসার্চ ফেলোশিপ পদে আবেদনের জন্য কাউন্সিল অফ সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (CSIR) আয়োজিত জুন মাসের ‘ইউজিসি নেট’ পরীক্ষার দরখাস্ত নিচ্ছে। দেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ‘ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট’ হবে ২১ জুন। ৩টি পার্টে মোট ৫টি বিষয়ে ২টি সিফটে পরীক্ষা নেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এই পরীক্ষার মাধ্যমে সারা দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের জন্য এবং জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য প্রার্থীবাছাই হবে।

মোট অন্তত ৫৫ (তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৫০) শতাংশ নম্বর সহ এমএসসি বা সমুতুল ডিগ্রি/ ইন্টিগ্রেটেড বিএস-এমএস/ ৪ বছরের বিএস/ বি ই/ বি টেক/ বি ফার্মা/ এমবিবিএস ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। যাঁরা চূড়ান্ত বর্ষের দিয়েছেন বা দিচ্ছেন কিংবা দেবেন, তাঁরা শর্তসাপেক্ষে আবেদনের যোগ্য। তাঁদের ক্ষেত্রে নেট পরীক্ষার ফলপ্রকাশের ২ বছরের মধ্যে ওই শতাংশ নম্বর নিয়ে মাস্টার ডিগ্রি পাশ করতে হবে।

বিএসসি (অনার্স) বা সমতুল ডিগ্রিধারীরা অথবা মোট অন্তত ৫৫ (তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৫০) শতাংশ নম্বর সহ ইন্টিগ্রেটেড এমএস-পিএইচডি প্রোগ্রামের জন্য যাঁরা নাম নথিভুক্ত করেছেন, তাঁরাও আবেদনের যোগ্য। অন্যদিকে, ব্যাচেলর ডিগ্রিধারীরা ২ বছরের মধ্যে পিএইচডি/ ইন্টিগ্রেটেড পিএইচডি প্রোগ্রামের অধীনে নাম নথিভুক্ত করে থাকলে ফেলোশিপের জন্য আবেদন করতে পারেন। তবে নাম নথিভুক্ত না করে থাকলে তাঁরা জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য যোগ্য।

বয়স হতে হবে ১-১-২০২০ তারিখের হিসেবে জুনিয়র রিসার্চ ফেলোশিপ পদের ক্ষেত্রে ২৮ বছরের মধ্যে। তফশিলিরা/ শারীরিক প্রতিবন্ধী/ মহিলারা ৫, ওবিসিরা ৩ বছর বয়সের ছাড় পাবেন। তবে লেকচারশিপ/ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের ক্ষেত্রে বয়সের কোনও উর্দ্ধসীমা নেই।

সিএসআইএর আয়োজিত ২০২০ সালের জুন মাসের নেট হবে কম্পিউটার বেসড পরীক্ষার মাধ্যমে। থাকবে ৫টি (কেমিক্যাল সায়েন্স/ আর্থ, অ্যাটমোস্ফেরিক, ওশান অ্যান্ড প্ল্যানেটরি সায়েন্স/ লাইফ সায়েন্স/ ম্যাথমেটিক্যাল সায়েন্স/ ফিজিক্যাল সায়েন্স) বিষয়ে। প্রতিটি বিষয়ের ৩টি পার্ট। কেমিক্যাল সায়েন্স পেপারে প্রথম পার্টে থাকবে ২০টি, দ্বিতীয় পার্টে থাকবে ৪০টি এবং তৃতীয় পার্টে থাকবে ৬০টি প্রশ্ন। আর্থ, অ্যাটমোস্ফেরিক, ওশান অ্যান্ড প্ল্যানেটরি সায়েন্স পেপারে প্রথম পার্টে থাকবে ২০টি, দ্বিতীয় পার্টে থাকবে ৫০টি এবং তৃতীয় পার্টে থাকবে ৮০টি প্রশ্ন। লাইফ সায়েন্স পেপারে প্রথম পার্টে থাকবে ২০টি, দ্বিতীয় পার্টে থাকবে ৫০টি এবং তৃতীয় পার্টে থাকবে ৭৫টি প্রশ্ন।

ম্যাথমেটিক্যাল সায়েন্স পেপারে প্রথম পার্টে থাকবে ২০টি, দ্বিতীয় পার্টে থাকবে ৪০টি এবং তৃতীয় পার্টে থাকবে ৬০টি প্রশ্ন। ফিজিক্যাল সায়েন্স পেপারে প্রথম পার্টে থাকবে ২০টি, দ্বিতীয় পার্টে থাকবে ২৫টি এবং তৃতীয় পার্টে থাকবে ৩০টি প্রশ্ন। উত্তরের জন্য মোট সময় পাবেন ৩ ঘন্টা। পরীক্ষা হবে ২১ জুন। প্রথম সিফটের পরীক্ষা হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় সিফটের পরীক্ষা হবে দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ১৫ মে থেকে। পরীক্ষার ফল প্রকাশিত হবে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে।

আবেদন করবেন অনলাইন https://csirnet.nta.nic.in ওয়েবসাইটের মাধ্যেম, ১৫ মে-র মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে রাখবেন। দরখাস্ত করে সময় আপলোড করতে পারেন। প্রথমে ওপরে বলা ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে। তখন পাবেন রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড। এগুলি যত্ন করে লিখে রাখবেন।

আবেদনের ফি বাবদ দিতে হবে ১,০০০ (ওবিসিদের ক্ষেত্রে ৫০০, তফশিলি/ শারীরিক প্রতিবন্ধী/ ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে ২৫০) টাকা। অনলাইনে ফি জমা দেবেন ১৬ এপ্রিলের মধ্যে। এবার যাবতীয় তথ্য সঠিকভাবে যাচাই করে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশনের ৪ কপি প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। মনে রাখবেন আবেদনপত্রে কোনও ভুল থাকলে তা সংশোধন করতে পারবেন ১৮ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত। কোনও তথ্যের জন্য ফোন করতে পারেন এই নম্বরগুলিতে: 8287471852/ 8178359845/ 9650173668/
9599676953/ 8882356803. আরও বিস্তারিত তথ্য ১৫-৪-২০২০০ তারিখের পর জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

ইনফর্মেশন বুলেটিন ডাউনলোড করুন:– https://csirnet.nta.nic.in/WebInfo/Handler/FileHandler.ashx?i=File&ii=309&iii=Y

অনলাইন আবেদন/ রেজিস্ট্রেশন করুন:– https://testservices.nic.in/examsys/root/Home.aspx?enc=WPJ5WSCVWOMNiXoyyomJgGDtWcAbgFDre9xlyz9+V+SfvREI9xY8sDNVb8+zejWt

আবেদনের শেষ তারিখ বাড়ানোর বিজ্ঞপ্তি:–https://ugcnet.nta.nic.in/WebInfo/Handler/FileHandler.ashx?i=File&ii=340&iii=Y

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here