রাজ্যের ৫ পৌরসভায় ১১৩ স্বাস্থ্যকর্মী
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: সাম্মানিক স্বাস্থ্যকর্মী হিসেবে ১১৩ জনকে নিচ্ছে কলকাতার নিউ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি, মালদার ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি, বর্ধমান মিউনিসিপ্যালিটি, বাঁকুড়া মিউনিসিপ্যালিটি ও সিউড়ি মিনিসিপ্যালিটিতে। বিবাহিত, ডিভোর্সি, বিধবা মহিলারা ওই পৌরসভার অধীনে বসবাস করলে আবেদন করতে পারেন। প্রাথমিকভাবে নিয়োগ হবে ১ বছরের প্রবেশনে। তবে প্রয়োজন ও ভাল কাজের নিরিখে চুক্তির মেয়াদ বাড়তে পারে।
পৌরসভা অনুযায়ী শূন্যপদ– নিউ ব্যারাকপুরে: মোট শূন্যপদ ১৪টি। ইংলিশ বাজারে: শূন্যপদ ৩৮টি। বর্ধমানে: শূন্যপদ ৫১টি। বাঁকুড়ায়: শূন্যপদ ৫টি। সিউড়িতে: শূন্যপদ ৫টি।
মাধ্যমিক পাশ প্রার্থীরা আবেদন করতে পারেন। উচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদনের যোগ্য। তবে মাধ্যমিক পাশের যোগ্যতায় বাছাই করা হবে।
বয়স হতে হবে ১-১-২০২১ তারিখের হিসেবে ৩০ থেকে ৪০ এবং তফশিলি, ওবিসিদের ক্ষেত্রে ২২ থেকে ৪০ বছরের মধ্যে। সাম্মানিক মাসে ৪,৫০০ টাকা।
প্রার্থীবাছাইয়ের জন্য মাধ্যমিকে পাওয়া নম্বরের ভিত্তিতে প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এরপর হবে নথিপত্র যাচাই।
আবেদন করবেন নির্ধারিত বয়ানে। দরখাস্তের বয়ান পাবেন নিচে বলে সংশ্লিষ্ট মিউনিসিপ্যালিটির ওয়েবসাইটে। যাবতীয় প্রমাণপত্র সহ আবেদনপত্র পাঠাবেন ২৬ অক্টোবরের মধ্যে হাতে হাতে জমা করবেন মিউনিসিপ্যালিটির নির্দিষ্ট ড্রপবক্সে। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
নিউ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি: ।। ওয়েবসাইট ।। দরখাস্তের বয়ান ।।
ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি: ।। ওয়েবসাইট ।। দরখাস্তের বয়ান ।।
বর্ধমান মিউনিসিপ্যালিটি: ।। ওয়েবসাইট ।। দরখাস্তের বয়ান ।।
বাঁকুড়া মিউনিসিপ্যালিটি: ।। ওয়েবসাইট ।। দরখাস্তের বয়ান ।।
সিউড়ি মিনিসিপ্যালিটি: ।। ওয়েবসাইট ।। দরখাস্তের বয়ান ।।

