কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বিভিন্ন ডিসিপ্লিনে ১০১ জনকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিচ্ছে নুমালিগড় রিফাইনারি লিমিটেডে। এপ্রেন্টিসশিপ এক্ট ১৯৬১ অনুযায়ী ট্রেনিং হবে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, হোটেল ম্যানেজমেন্ট, ডিজেল মেকানিক সহ বিভিন্ন ডিসিপ্লিনে। যাঁদের শিক্ষাগত যোগ্যতা অর্জন করার পর ৩ বছর অতিক্রান্ত হয়ে গেছে, তাঁরা আবেদন করবেন না।
(১) সিভিল ইঞ্জিনিয়ারিং: আসন সংখ্যা ৮টি। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের অন্তত দ্বিতীয় শ্রেণির (তফশিলিদের ক্ষেত্রে পাশ নম্বর সহ) ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন। ট্রেনিং হবে নুমালিগড়ে।
(২) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং: আসন সংখ্যা ৬টি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অন্তত দ্বিতীয় শ্রেণির (তফশিলিদের ক্ষেত্রে পাশ নম্বর সহ) ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন। ট্রেনিং হবে নুমালিগড়ে।
(৩) ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং: আসন সংখ্যা ৪টি। ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের অন্তত দ্বিতীয় শ্রেণির (তফশিলিদের ক্ষেত্রে পাশ নম্বর সহ) ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন। ট্রেনিং হবে নুমালিগড়ে।
(৪) ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং: আসন সংখ্যা ৪টি। ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অন্তত দ্বিতীয় শ্রেণির (তফশিলিদের ক্ষেত্রে পাশ নম্বর সহ) ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন। ট্রেনিং হবে নুমালিগড়ে।
(৫) কম্পিউটার সায়েন্স: আসন সংখ্যা ৪টি। কম্পিউটার সায়েন্সের অন্তত দ্বিতীয় শ্রেণির (তফশিলিদের ক্ষেত্রে পাশ নম্বর সহ) ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন। ট্রেনিং হবে নুমালিগড়ে।
(৬) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং: আসন সংখ্যা ৬টি। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অন্তত দ্বিতীয় শ্রেণির (তফশিলিদের ক্ষেত্রে পাশ নম্বর সহ) ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন। ট্রেনিং হবে নুমালিগড়ে।
(৭) কেমিস্ট্রি: আসন সংখ্যা ১৬টি। মোট অন্তত ৪০ শতাংশ (তফশিলিদের ক্ষেত্রে পাশ) নম্বর সহ কেমিস্ট্রির বিএসসি ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। ট্রেনিং হবে নুমালিগড়ে।
(৮) এলএলবি: আসন সংখ্যা ২টি। মোট অন্তত ৪০ শতাংশ নম্বর সহ আইনের ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। ট্রেনিং হবে গুয়াহাটিতে।
(৯) এলএলবি: আসন সংখ্যা ২টি। মোট অন্তত ৪০ শতাংশ নম্বর সহ আইনের ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। ট্রেনিং হবে নুমালিগড়ে।
(১০) হোটেল ম্যানেজমেন্ট: আসন সংখ্যা ২টি। মোট অন্তত ৪০ শতাংশ নম্বর সহ হোটেল ম্যানেজমেন্টের ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। ট্রেনিং হবে গুয়াহাটিতে।
(১১) হোটেল ম্যানেজমেন্ট: আসন সংখ্যা ২টি। মোট অন্তত ৪০ শতাংশ নম্বর সহ হোটেল ম্যানেজমেন্টের ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। ট্রেনিং হবে নুমালিগড়ে।
(১২) ওয়েল্ডার: আসন সংখ্যা ৭টি। মাধ্যমিক পাশ প্রার্থীরা ওয়েল্ডার ট্রেডের ২ বছরের আইটিআই সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারেন। ট্রেনিং হবে নুমালিগড়ে।
(১৩) ফিটার: আসন সংখ্যা ৬টি। মাধ্যমিক পাশ প্রার্থীরা ফিটার ট্রেডের ২ বছরের আইটিআই সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারেন। ট্রেনিং হবে নুমালিগড়ে।
(১৪) মেশিনিস্ট/ টার্নার: আসন সংখ্যা ৬টি। মাধ্যমিক পাশ প্রার্থীরা মেশিনিস্ট/ টার্নার ট্রেডের ২ বছরের আইটিআই সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারেন। ট্রেনিং হবে নুমালিগড়ে।
(১৫) ডিজেল মেকানিক: আসন সংখ্যা ৪টি। মাধ্যমিক পাশ প্রার্থীরা ডিজেল মেকানিক ট্রেডের ২ বছরের আইটিআই সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারেন। ট্রেনিং হবে নুমালিগড়ে।
(১৬) প্লাম্বার: আসন সংখ্যা ৪টি। মাধ্যমিক পাশ প্রার্থীরা প্লাম্বার ট্রেডের ২ বছরের আইটিআই সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারেন। ট্রেনিং হবে নুমালিগড়ে।
(১৭) অ্যাকাউন্ট্যান্সি: আসন সংখ্যা ৪টি। মোট অন্তত ৪০ শতাংশ (তফশিলিদের ক্ষেত্রে পাশ) নম্বর সহ কমার্সের গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা অ্যাকাউন্ট্যান্সি একটি বিষয় হিসেবে নিয়ে পড়ে থাকলে আবেদন করতে পারেন। ট্রেনিং হবে নুমালিগড়ে।
(১৮) অ্যাকাউন্ট্যান্সি: আসন সংখ্যা ৪টি। মোট অন্তত ৪০ শতাংশ (তফশিলিদের ক্ষেত্রে পাশ) নম্বর সহ কমার্সের গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা অ্যাকাউন্ট্যান্সি একটি বিষয় হিসেবে নিয়ে পড়ে থাকলে আবেদন করতে পারেন। ট্রেনিং হবে গুয়াহাটিতে।
(১৯) ম্যাস কমিউনিকেশন: আসন সংখ্যা ২টি। মোট অন্তত ৪০ শতাংশ (তফশিলিদের ক্ষেত্রে পাশ) নম্বর সহ বি এ/ এম এ ডিগ্রিধারীরা ম্যাস কমিউনিকেশন একটি বিষয় হিসেবে পড়ে থাকলে আবেদন করতে পারেন। ট্রেনিং হবে গুয়াহাটিতে।
(২০) মার্কেটিং: আসন সংখ্যা ২টি। মার্কেটিং ম্যানেজমেন্টে স্পেশ্যালাইজেশন সহ এমবিএ ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। ট্রেনিং হবে গুয়াহাটিতে।
(২১) ফায়ার ইঞ্জিনিয়ারিং: আসন সংখ্যা ২টি। মোট অন্তত ৪০ শতাংশ (তফশিলিদের ক্ষেত্রে পাশ) নম্বর সহ ফায়ার ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন। ট্রেনিং হবে নুমালিগড়ে।
বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর। তবে বয়সের কোনও উর্দ্ধসীমা নেই। সবক্ষেত্রেই ট্রেনিংয়ের মেয়াদ ১ বছর। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড পোস্ট গ্র্যাজুয়েট/ গ্র্যাজুয়েট/ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে মাসে ১৭,০০০ টাকা এবং আইটিআই পাশদের ক্ষেত্রে মাসে ১২,২০০ টাকা। সঙ্গে উভয়ের ক্ষেত্রে ক্যান্টিন অ্যালাউন্স বাবদ মাসে ১,৪১৫ টাকা।
প্রার্থীবাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বরের ভিত্তিতে। এরপর হবে নথিপত্র যাচাই। তখন যাবতীয় প্রমাণপত্রে মূলগুলি সঙ্গে নিয়ে যাবেন। বাছাই প্রার্থীদের নথিপত্র যাচাইয়ের তারিখ সংক্রান্ত তথ্য প্রার্থীর ইমেল আইডিতে জানিয়ে দেওয়া হবে।
প্রথমে প্রার্থীদের www.apprenticeship.gov.in ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে। তখন পাবেন রেজিস্ট্রেশন নম্বর। এটি যত্ন করে লিখে রাখবেন। নুমালিগড় রিফাইনারিতে আবেদনের ক্ষেত্রে প্রয়োজন হবে। তবে যাঁরা ওপরে বলা ওয়েবসাইটে আগে নাম রেজিস্ট্রেশন করেছিলেন, তাঁদের আর নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না।
আবেদন করবেন অনলাইনে https://www.nrl.co.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ১০ মার্চের মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, সার্টিফিকেট, জন্মতারিখের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট, স্থায়ী ঠিকানার প্রমাণপত্র (পাসপোর্ট/ আধার কার্ড/ ভোটার আইডি কার্ড), পাসপোর্ট মাপের ছবি, সই ইত্যাদি (প্রতিটি সর্বাধিক ১০০ কেবি সাইজের মধ্যে, পিডিএফ ফর্ম্যাটে) স্ক্যান করে রাখবেন। দরখাস্ত করে সময় আপলোড করতে হবে। এবার যাবতীয় তথ্য সঠিকভাবে যাচাই করে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। এই ট্রেনিংয়ের রেফারেন্স নং: PERS:APRN:NMGT:STF:CON। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করুন:– https://portal2.nrl.co.in/ApprenticeTrainee/AppForm_new.aspx
অনলাইন রেজিস্ট্রেশন করুন:– https://apprenticeship.gov.in/pages/Apprenticeship/home.aspx?AspxAutoDetectCookieSupport=1
অনলাইন আবেদন করুন:– https://portal2.nrl.co.in/ApprenticeTrainee/AppForm_new.aspx