কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ার পর এবার জিম্বাবোয়েতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। সূত্রের খবর, আগস্টে হারারেতে ৩টি একদিনের ম্যাচ খেলার কথা ছিল টিম ইন্ডিয়ার। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ভারতীয় ক্রিকেটাররা অনুশীলনের সুযোগ পাচ্ছেন না। দীর্ঘদিন লকডাউনের আবহে ক্রিকেটাররা গৃহবন্দি।
এই অবস্থায় কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলার আগে কমপক্ষে এক মাসের প্রস্তুতি প্রয়োজন বলে মনে করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সংস্থার সচিব জয় শাহ প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। তাই শ্রীলঙ্কা ও জিম্বাবোয়েতে দল পাঠানো সম্ভব নয়। জানা যায়, সূচি অনুযায়ী, জুন-জুলাইয়ে শ্রীলঙ্কার মাটিতে ৩টি ওয়ান ডে ম্যাচ এবং একাধিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল ভারতীয় দলের। এরপর আগামী ২২ আগস্ট নির্ধারিত ছিল জিম্বাবোয়ে সফর।