Home Miscellaneous পেট্রল ও ডিজেলের দাম বৃদ্ধিতে সঙ্কট বাড়বে

পেট্রল ও ডিজেলের দাম বৃদ্ধিতে সঙ্কট বাড়বে

5
0
Petrol and Diesel Pump
Petrol and Diesel Pump

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : করোনার আবহ ও লকডাউন পর্বে পকেটে টান সাধারণ মানুষের। এই পরিস্থিতিতে পেট্রল ও ডিজেলের দাম বৃদ্ধিতে আরও সঙ্কট প্রকট। এর প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যেও, এমনটা মনে করছেন বিশেষজ্ঞমহল। উল্লেখ্য, গত ৬ দিন দাম বেড়েছে পেট্রল-ডিজেলের। সূত্রের খবর, কলকাতায় পেট্রলের দাম বেড়েছে ৩ টাকা ১৮ পয়সা। ডিজেলের দাম ৩ টাকা ৮ পয়সা। শহরে পেট্রলের দর ছিল লিটারপিছু ৭৬.৪৮ টাকা। ডিজেল বিক্রি হয়েছে লিটারপিছু ৬৮.৭০ টাকায়। গত ৩ মাসে আন্তর্জাতিক তেলের বাজারে চরম অস্থিরতা তৈরি। সূত্রের আরও খবর, একসময় অপরিশোধিত তেলের দাম ব্যারেলপিছু শূন্য ডলারের নিচে নেমে যায়।

করোনার থাবায় দেশীয় অর্থনীতিতে প্রভাব ফেলতে শুরু করেছে। পেট্রল ও ডিজেলের উপর উৎপাদন শুল্ক ৩ টাকা করে বাড়িয়ে দেওয়া হয়। অভিযোগ, গত ৬ মে থেকে পেট্রলে লিটারপিছু ১০ টাকা ও ডিজেলে লিটারপিছু ১৩ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে শুল্ক। জানা গিয়েছে, এই দু-দফায় কর বাড়িয়ে কেন্দ্রীয় সরকার উপার্জন করেছে ২ লক্ষ কোটি টাকা। ডিজেলের ক্ষেত্রে ২০১৪ সালে শুল্ক ছিল লিটারে ৩.৫৬ টাকা, তা এখন বেড়ে হয়েছে ৩১.৮৩ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here