কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : স্টেসি অ্যালাস্টার ইউএস ওপেনের ইতিহাসে প্রথম মহিলা টুর্নামেন্ট ডিরেক্টর হিসেবে নিয়োজিত হয়েছেন। সূত্রের খবর, এর আগে ডব্লুটিএ মহিলা টেনিস ট্যুরের সিইও পদে ছিলেন তিনি। উল্লেখ্য, স্টেসি ২০১৬ সাল থেকে আমেরিকান টেনিস সংস্থার সঙ্গে যুক্ত। এই গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট আগামী ৩১ আগস্ট থেকে শুরু হওয়ার কথা। করোনা পরিস্থিতির জেরে তা হবে কী না, এখনই তা জানা যাচ্ছে না।