কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: আজ ৮ জুন। বিশ্ব সমুদ্র দিবস। সমুদ্রের গুরুত্ব আমাদের কাছে অপরিসীম। ২০০৮ সালে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদ সিদ্ধান্ত করেছিল, ২০০৯ সালের ৮ জুন দিনটি বিশ্ব সমুদ্র দিবস হিসেবে স্বীকৃতি দেবে। সমুদ্রের গুরুত্ব স্মরণ করানোর জন্যই এই দিন। পাশাপাশি সমুদ্রের গুরুত্ব মানুষকে জানিয়ে সমুদ্র ও সামুদ্রিক প্রাণী রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে বিশদে জানানোর জন্যই মূলত এই দিনটি পালিত হয়।
জানা গিয়েছে, ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনেইরোর প্রকৃতি ও উন্নয়ন নিয়ে রাষ্ট্রপুঞ্জে একটি কনফারেন্স হয়েছে। এরপরই রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদ দিনটি ঠিক করে। উল্লেখ্য, প্রতি বছর নানা দেশে পালিত হয় বিশ্ব সমুদ্র দিবস। এবারের বিশ্ব সমুদ্র দিবসের থিম “ইনোভেশন ফর আ সাস্টেইনেবল ওশান”। সমুদ্রে প্লাষ্টিক ফেলে দূষিত করা, জলস্তর হ্রাস, জলের মান খারাপ হয়ে যাওয়া, সামুদ্রিক প্রাণী হত্যা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। প্রতিবছর নানা অনুষ্ঠান, সভা ও মিছিল হয়। এবছর ব্যতিক্রম হয়েছে করোনা আবহে। এবার অনুষ্ঠান চলছে অনলাইনে।