Home Miscellaneous প্রয়াত হলেন দক্ষিণী সিনেমার সুপারস্টার চিরঞ্জিবী সরজা

প্রয়াত হলেন দক্ষিণী সিনেমার সুপারস্টার চিরঞ্জিবী সরজা

4
0
Chiranjeevi_Sarja
Chiranjeevi_Sarja

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: প্রয়াত হলেন দক্ষিণী সিনেমার সুপারহিট নায়ক চিরঞ্জিবী সরজা। কেবলমাত্র ৩৯ বছর বয়সে প্রয়াত হলেন তিনি। জানা গিয়েছে, গত রবিবার দুপুর নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান অভিনেতা চিরঞ্জিবী সরজার ৷

সূত্রের খবর, অভিনেতা চিরঞ্জিবীর অকাল প্রয়াণে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে আসে। এই পরিস্থিতির মধ্যেই জানা গিয়েছে, প্রয়াত অভিনেতা চিরঞ্জিবীর স্ত্রী অভিনেত্রী মেঘনারাজ মা হতে চলেছেন। সূত্রের আরও খবর, খুব শীঘ্রই তাঁরা এই খবর প্রকাশ্যে আনতেন। তবে তা সম্ভব হলো না। প্রথম সন্তানকে না দেখেই পৃথিবী থেকে চলে যেতে হল এই সুপারস্টারকে।

উল্লেখ্য, কন্নড় ছবি ‘চিরু’, ‘সিনগ্র’, ‘আম্মা আই লাভ ইউ’ প্রভৃতি ছবি তাঁকে খ্যাতির শিখরে পৌঁছে দে। তাঁর শেষ ছবি ছিল ‘রাজা মার্থান্ডা’। জানা গিয়েছে, এই ছবির শ্যুটিং অসমাপ্ত রেখেই চলে গেলেন অভিনেতা চিরঞ্জিবী সরজা। তাঁর অকাল মৃতুতে চলচিত্র জগতে শোকের ছায়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here