কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ সল্টলেকের বি ই ব্লকের একটি বাড়ি থেকে ৬ জুন এক বৃদ্ধা ও তাঁর মেয়ের মৃতদেহ উদ্ধার করাকে কেন্দ্র করে চাঞ্চল্য।পুলিশ সূত্রের খবর, মৃতদের নাম পাপিয়া দে (৭৭) ও শর্মিষ্ঠা দে (৫৬)।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আত্মীয়-স্বজন খোঁজ করতে এসে কোনও সারা না পাওয়ায় শেষ পর্যন্ত পুলিশে খবর দেওয়া হয়।এরপর পুলিশের সামনে ঘরে ঢুকে দেখা যায়, তাঁদের নিথর দেহ পরে রয়েছে।পরে ডাক্তার পরীক্ষা করে জানান, তাঁদের মৃত্যু হয়েছে।দুটি দেহই ময়না তদন্তের জন্য আর জি কর হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর।এই ঘটনায় পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করেছে।অন্যদিকে পাপিয়াদেবীর পারিবারিক সূত্র থেকে জানা যায়, কিছুদিন আগে একটি বেসরকারি হাসপাতালে যান মা ও মেয়ে করোনা পরীক্ষা করাতে।পরীক্ষা করানোর জন্য যে পরিমান টাকা চাওয়া হয়েছিল সেই মুহূর্তে তাঁদের কাছে সেই টাকা ছিল না। ফলে তাঁরা বাড়ি ফিরে আসেন। ওই দুই মহিলার সংক্রমণের আশঙ্কা থাকায় তাঁদের করোনা পরীক্ষা করানো হবে বলেও জানা গিয়েছে। পুরসভা থেকে তাঁদেরবাড়ি জীবাণুমুক্ত করা হয়েছে বলে জানা যায়।