Home Miscellaneous প্রকৃতি ও পরিবেশকে বাঁচানোর আবেদন

প্রকৃতি ও পরিবেশকে বাঁচানোর আবেদন

7
0
World Invironment Day
World Invironment Day

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : আজ বিশ্ব পরিবেশ দিবস। ১৫ দিনের ব্যবধানে “আম্ফান” ও নিসর্গ ঘূর্ণিঝড় আছড়ে পড়ল দেশে। এই পরিস্থিতির জন্য মূলত উষ্ণায়নকে দায়ী করছেন পরিবেশ বিজ্ঞানীরা। পরিবেশ বিজ্ঞানী ও গবেষকদের বক্তব্য, উষ্ণায়নে নিয়ন্ত্রণ না করে পরিবেশের ভারসাম্য রক্ষা না করলে আরও দুর্দিন ঘনিয়ে আসবে। অন্যদিকে বিশ্ব পরিবেশ দিবসে এমনই বার্তা দিয়েছে রাষ্ট্রপুঞ্জ। এবারের থিম হল- “টাইম ফর নেচার”। এক্ষেত্রে বলা হয়েছে, মানব সভ্যতার যাবতীয় জিনিস প্রকৃতি থেকে আসে। প্রকৃতি ও পরিবেশকে না বাঁচাতে পারলে মানব সভ্যতাও টিকবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here