কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : নিম্নচাপ অক্ষরেখার জেরে বিক্ষিপ্ত বৃষ্টি চলছে পশ্চিমবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, কলকাতা ও তৎসংলগ্ন এলাকায় বৃষ্টির পরিমাণ কমবে। আজ ও কাল রোদ ঝলমলে থাকবে। দিনের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছনোর সম্ভাবনা থাকছে। এখনই রাজ্যে বর্ষা আসার কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।