কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : হাইড্রক্সিক্লোরোকুইনের প্রয়োগ বন্ধ করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সূত্রের খবর, সুরক্ষার কথা ভেবে করোনা চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইনের পরীক্ষামূলক প্রয়োগ সাময়িক বন্ধ রাখল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। অনলাইন বৈঠকে হু প্রধান টেডরস আধানম এ বিষয়ে জানিয়েছেন, সংস্থার এগজিকিউটিভ গ্রুপ সিদ্ধান্ত গ্রহণ করেছে, সুরক্ষার কথা মাথায় রেখেই আপাতত স্থগিত রাখা হচ্ছে হাইড্রক্সিক্লোরোকুইনের ট্রায়াল।
“ডেটা সেফটি মনিটরিং বোর্ড” সুরক্ষার দিকটি পর্যালোচনা করছে বলে জানানো হয়। “দ্য ল্যানসেট” পত্রিকায় একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। ওই রিপোর্টে বলা হয়েছে, হাইড্রক্সিক্লোরোকুইন প্রয়োগের ফলে করোনা রোগীদের মধ্যে মৃত্যুহার বাড়তে পারে।
ওই গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে, হাইড্রক্সিক্লোরোকুইনের ভয়াবহ পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। হৃদযন্ত্রের স্পন্দন অস্বাভাবিক মাত্রায় বাড়িয়ে দিয়েছে এই ওষুধ। আবার হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের ক্ষেত্রে হাইড্রক্সিক্লোরোকুইন কোনও কাজেই আসেনি বলেও ল্যানসেট পত্রিকায় দাবি করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ওষুধ প্রয়োগ সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে।