কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : বর্তমান সময়ে একগুচ্ছ পদক্ষেপ পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের। সূত্রের খবর, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের জোগান যাতে ব্যাহত না হয়, তার জন্য পণ্যবাহী ট্রেন চালানো হয়েছে। শ্রমিক স্পেশাল ট্রেনও আসছে। আরপিএফ দুঃস্থ মানুষদের নিয়মিত খাবার বন্টন করছে বলেও রেল সূত্রে জানানো হয়েছে।
উল্লেখ্য, সাধারণ পণ্যবাহী ট্রেনের সঙ্গে চালানো হচ্ছে পার্সেল এক্সপ্রেস ট্রেনও। আবার গত ২৪ মে পূর্ব রেল জামালপুর-হাওড়া এবং হাওড়া-গুয়াহাটি পার্সেল এক্সপ্রেস ট্রেন চালিয়েছিল। ওইসব ট্রেনে ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, মাস্ক, মাছ ও ফল প্রভৃতি জিনিসপত্র পৌঁছে দেওয়া হয়েছে।
অন্যদিকে দক্ষিণ-পূর্ব রেল সূত্রের খবর, সাধারণ পণ্যবাহী ট্রেনের সঙ্গে পার্সেল এক্সপ্রেস ট্রেন চালানো হয়েছে। আটকে থাকা শ্রমিক, পড়ুয়া ও রোগীদের জন্য স্পেশাল ট্রেন চালানো হয়েছে। পাশাপাশি তৈরি করা হয়েছে মাস্ক, স্যানিটাইজার ও পার্সোনাল প্রোটেক্টিভ ইক্যুইপমেন্ট। দুঃস্থ মানুষের মধ্যে বিলি করা হয়েছে খাবার। ৩৩৮টি কোচকে কোয়ারেন্টাইন কোচে রূপান্তরিত করা হয়েছে। আবার রেল পরিকাঠামো জীবাণুমুক্ত ও পরিচ্ছন্নতার কাজও চলছে সমানতালে।