অতীতের ফেলে আসা পথ ধরেই “আম্ফান”-এর ধ্বংসলীলা
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ২৮৩ বছরের পুরনো পথেই চলল তাণ্ডবলীলা। “আম্ফান” ২৮৩ বছরের এক পুরনো স্মৃতি জাগিয়ে দিল। জানা যায়, “মৌসম” পত্রিকায় আবহবিজ্ঞানী এ কে সেনশর্মা ১৭৩৭ সালের ঝড় নিয়ে একটি গবেষণাপত্র লিখেছিলেন। ওই গবেষণাপত্রে ১৭৩৭ সালের কলকাতায় হওয়া ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের কথা উল্লেখ করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, ১৭৩৭ সালের ১১ অক্টোবর রাতে ঘূর্ণিঝড় সাগর থেকে কলকাতার দিকে বয়ে এসেছিল। কালকের সেই “আম্ফান”-এর গতিপথের সঙ্গে অনেক মিল লক্ষ্য করা গিয়েছে। উল্লেখ্য, ২৮৩ বছর আগে রেডার বা কৃত্রিম উপগ্রহের নজরদারি ছিল না। ছিল না আধুনিক যন্ত্রপাতিও। হাওয়া অফিসের চিহ্নই ছিল না। সেই ঝড়ের নিখুঁত গতিপথ পাওয়ার কোনও উপায় ছিল না। তবে ১৯৯৬ সালে আবহাওয়া দফতর ওই ঝড়টির গতিপথ আন্দাজ করতে সক্ষম হয়েছে। দেখা গিয়েছে, সাগরদ্বীপের তলা থেকে উঠে কলকাতার উপর দিয়ে মধ্যবঙ্গ হয়ে বাংলাদেশের দিকে চলে গিয়েছিল সেই ঘূর্ণিঝড়টি। “আম্ফান”-এর গতিপথেও রয়েছে অদ্ভূত মিল।