Home Miscellaneous লকডাউন পরিস্থিতিতে নয়া ব্রিজের কাজ ও সংস্কার চালু

লকডাউন পরিস্থিতিতে নয়া ব্রিজের কাজ ও সংস্কার চালু

41
0
bridge construction
bridge construction

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: লকডাউন পর্ব চলছে। তবে চালু রয়েছে পরিকাঠামোগত উন্নয়নের কাজ। সূত্রের খবর, বিভিন্ন সেতু নির্মাণের কাজ চলছে। আবার কয়েকটি ব্রিজ সংস্কারের কাজও অব্যাহত। রাজ্যের পূর্তদপ্তর কোচবিহারে তিস্তা নদীর ওপর সেতু নির্মাণের কাজ বর্ষার পূর্বেই বেশ কিছুটা এগিয়ে নিয়ে যেতে চাইছে। আবার বেলগাছিয়া সেতু এবং টালা ও মাঝেরহাট ব্রিজের পুনর্নির্মাণের কাজও শুরু।

টালা ব্রিজ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার পর বেলগাছিয়া ব্রিজের ওপর দিয়ে যানবাহনের চাপ বাড়ে। লকডাউনের মধ্যে শহরে যানবাহন চাপ না থাকায় বেলগাছিয়া ব্রিজের সংস্কারের কাজ শুরু। ব্রিজের বেশ কিছু অংশ ঘিরে শ্রমিকরা সেই কাজ করছেন। সূত্রের আরও খবর, টালা ব্রিজ পুনর্নির্মাণে প্রায় ৪০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। লকডাউনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে টালা ব্রিজ ভাঙার কাজ এগিয়েছে। পাশাপাশি চলবে নির্মাণ কাজও।

আবার লকডাউন পরিস্থিতির মধ্যে চক্ররেলের টালা ও বাগবাজার স্টেশনের মধ্যে টালা রোড ওভারব্রিজটি ভেঙে ফেলা হয়েছে। এই কাজে সাহায্য করছে পূর্ব রেলও। রাজ্য ও রেলের প্রযুক্তিবিদদের নিয়ে একটি টাস্কফোর্সও গঠন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here