Home Education Alerts উইমেন্স পলিটেকনিকে মডার্ন অফিস প্র্যাক্টিস অ্যান্ড ম্যানেজমেন্টের ডিপ্লোমা

উইমেন্স পলিটেকনিকে মডার্ন অফিস প্র্যাক্টিস অ্যান্ড ম্যানেজমেন্টের ডিপ্লোমা

39
0
WBSCTVE
WBSCTVE

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : মডার্ন অফিস প্র্যাক্টিস অ্যান্ড ম্যানেজমেন্টের ডিপ্লোমা কোর্স পড়ানো শুরু হয়েছে উইমেনস পলিটেকনিকে। যে-কোনও শাখার উচ্চমাধ্যমিক পাশ ছাত্রীরা এই কোর্সে আবেদন করতে পারবে। মেয়াদ ৩ বছর। উচ্চমাধ্যমিকে অবশ্যই ইংরেজি বিষয় থাকতে হবে। শুধুমাত্র মহিলারাই এই কোর্সে ভর্তি হতে পারবেন। বিশেষ এই কোর্সটি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অব টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভলপমেন্ট কর্তৃক স্বীকৃত। এটি রেগুলার কোর্স। বিশদে জানার জন্য ভিজিট করতে পারেন womenspolytechnickolkata.in ওয়েবসাইটে। অফিস ম্যানেজমেন্টের বিশেষ এই কোর্সটি পড়ার পর প্রশিক্ষণপ্রাপ্তরা চাকরি পেতে পারেন অফিস কো-অর্ডিনেটর, অ্যাকাউন্টস, রেকর্ড ম্যানেজমেন্ট, ডকুমেন্টেশন অথবা মার্কেটিং বিভাগে। এছাড়া কোর্স উত্তীর্ণদের চাকরি পাওয়ার সম্ভাবনা হসপিটালিটি ইন্ডাস্ট্রি এবং বিভিন্ন হাসপাতালে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here