West Bengal MunicipalMiscellaneous 

পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিসে ইঞ্জিনিয়ার নিয়োগ

৩টি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে ৮২ জনকে নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনে। নিয়োগ পরীক্ষা ২০২৫ –এর মাধ্যমে ৮২ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নেওয়া হবে সিভিল, মেকানিক্যাল এবং ইলেক্ট্রিক্যাল শাখায়।

বিজ্ঞপ্তি নং ১৩/২০২৫: শূন্যপদ ৫৯টি। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের স্বীকৃত ডিগ্রি বা সমতুল পাশ। কম্পিউটার অ্যাপ্লিকেশনে কাজের জ্ঞান। ১-১-২০২৫ তারিখের বয়স ৩৬ বছরের মধ্যে। সংরক্ষিতদের বয়সের উর্ধ্বসীমায় ছাড় আছে। মাইনে রোপা ২০১৯ –এর পে ম্যাট্রিক্সের লেভেল ১৬ অনুযায়ী।

বিজ্ঞপ্তি নং ১৪/২০২৫: শূন্যপদ ১৩টি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্বীকৃত ডিগ্রি বা সমতুল পাশ। সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনে কাজের জ্ঞান। বয়স, বয়সের ছাড় এবং মাইনে সিভিল ইঞ্জিনিয়ারিং পদের মতোই।

বিজ্ঞপ্তি নং ১৫/২০২৫: শূন্যপদ ১০টি। ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্বীকৃত ডিগ্রি বা সমতুল পাশ। কম্পিউটার অ্যাপ্লিকেশনে কাজের জ্ঞান থাকতে হবে। বয়স, বয়সের ছাড় এবং মাইনে সিভিল ইঞ্জিনিয়ারিং পদের মতোই।

রিক্রুটমেন্ট এক্সামিনেশন ২০২৫ হবে কেবল কলকাতাতেই। পরপর ২টি ধাপে দুটি পরীক্ষা হবে – লিখিত পরীক্ষা (২০০ নম্বরের) এবং পার্সোনালিটি টেস্ট (৪০ নম্বরের)। চূড়ান্ত মেধাতালিকা প্রস্তত করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ/ পার্সোনালিটি টেস্টের নম্বরের ভিত্তিতে।

আবেদনের ফি/ প্রসেসিং চার্জ বাবদ সাধারণ/ ওবিসি/ ইডব্লিউএস ১৫০/ ৫০ – মোট ২০০ টাকা, তফশিলি/ প্রতিবন্ধীদের কেবল প্রসেসিং চার্জ ৫০ টাকা দিতে হবে, অনলাইনে। www.mscwb.org ওয়েবসাইটের Indiaideas.com Limited (Bill Desk) –এর মাধ্যমে ফি দেবেন ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন (WBMSC)-এর অনুকূলে।

অনলাইন দরখাস্ত পূরণ এবং সাবমিট করতে হবে কমিশনের www.mscwb.org ওয়েবসাইটের মাধ্যমে, ৩১-১২-২০২৫ তারিখের মধ্যে। নিয়মিত যে কোনও আপডেট/ সংশোধন/ বিজ্ঞপ্তি পাবেন ওই ওয়েবসাইটেই। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

Related posts

Leave a Comment