কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : রাজ্যে সমস্ত নিম্ন কোর্টে শুরু হচ্ছে জমে থাকা মামলা আপডেটের কাজ। সূত্রের খবর, দীর্ঘ আড়াই মাসেরও বেশি সময় ধরে রাজ্যের সমস্ত নিম্ন আদালতে জমে থাকা মামলা আপডেটের কাজ শেষ পর্যন্ত শুরু হতে চলেছে। চলতি সপ্তাহ থেকে ওই কাজ শুরু হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। এক্ষেত্রে এই কাজ শেষ হলেই বিভিন্ন শুনানি কোর্টে বিচার প্রক্রিয়া শুরু করা সম্ভব বলে মনে করা হচ্ছে। আবার আইনজীবীদের একটা একাংশ জানিয়েছেন, বিভিন্ন জেলা ও মহকুমা আদালতের বিভিন্ন ট্রায়াল কোর্টে রয়েছে কয়েক হাজার মামলা।
উল্লেখ্য, করোনার আবহে গত আড়াই মাসে জমে থাকা মামলার শুনানির তারিখ থাকলেও তা সম্ভব হয়নি আদালত বন্ধ থাকার কারণে। এখনও শুনানির পরবর্তী তারিখ না আসা পর্যন্ত কোনও মামলারই বিচার শুরু করা সম্ভব নয় বলে জানানো হয়েছে। এখন প্রতিটি আদালতের ট্রায়াল কোর্টে সেই আপডেটের কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। আদালত সূত্রে আরও জানা গিয়েছে, মামলার নথিপত্রে শুনানির তারিখ ফেলার পর আদালত কর্মীরা কজ লিস্ট থেকেই আইনজীবীরা মামলার শুনানির পরবর্তী তারিখ সংগ্রহ করে থাকেন। চলতি সপ্তাহ থেকে সেই কাজটাই শুরু হচ্ছে বলে খবর। এক্ষেত্রে আইনজীবীদের একাংশের পক্ষ থেকে জানা যায়, রাজ্যে রয়েছে একাধিক মহকুমা ও জেলা আদালত। তাই গুরুত্বপূর্ণ কাজটি কবে নাগাদ শেষ হবে, তা নিয়েই উঠছে প্রশ্ন। তবে এই কাজ যত দ্রুত শেষ হবে, ততই বিচার প্রার্থীদের পক্ষে মঙ্গল।