কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : শিক্ষকদের পেনশনের নথি অনলাইনে জমা দেওয়ার সুযোগ। সূত্রের খবর, যে সব শিক্ষকরা এতদিন পর্যন্ত অনলাইনে পেনশনের আবেদন করতে পারেননি, তাঁদের এবার সেই সুযোগ দেওয়া হবে। এক বিজ্ঞপ্তি জারি করে পেনশন অফিস সূত্রে জানানো হয়েছে, শিক্ষকরা গত ১ জানুয়ারি ২০১৬ সাল থেকে ৩১ ডিসেম্বর ২০১৯ সালের মধ্যে অবসর গ্রহণ করেছেন, তাঁরা রোপা ২০১৯ সালে নিয়ম অনুসারে অনলাইনে পেনশন সংক্রান্ত নথি জমা করতে পারবেন। এতদিন ওই সব শিক্ষকরা এই পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন। এই অবস্থায় বর্ধিত পেনশন থেকে বঞ্চিত হয়েছেন অনেকেই। জানা গিয়েছে, নতুন হিসেব করে ফর্ম ও নথি জমা করার পর নতুন হারে পেনশন পাবেন তাঁরা। এক্ষেত্রে শিক্ষা দপ্তরকে বিষয়টি জানিয়েছে পেনশন অফিস। আবার জেলাস্তরে যাতে এই বার্তা পৌঁছে দেওয়া হয়, সেই আবেদনও করা হয়েছে। শিক্ষক সংগঠনগুলির পক্ষ থেকে বলা হয়েছে, এতদিন অবসরপ্রাপ্তদের অসুবিধা হচ্ছিল। এরফলে তা মিটবে বলে মনে করা হচ্ছে।