Home Miscellaneous শিশুদের জন্য হেল্পডেস্ক- “হাত বাড়ালেই মনের বন্ধু”

শিশুদের জন্য হেল্পডেস্ক- “হাত বাড়ালেই মনের বন্ধু”

26
0
Few Chield
Few Chield

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : “হাত বাড়ালেই মনের বন্ধু”। শিশুদের মানসিক অবসাদ কাটাতে এবার বিশেষ হেল্পডেস্ক চালু হল। রাজ্য শিশু কমিশন এই হেল্পডেস্ক চালু করেছে। সূত্রের খবর, এই হেল্পডেস্কে কাউন্সেলর ও চিকিৎসকদের রাখা হয়েছে। জানা গিয়েছে, কমিশনের সদস্য তথা কাউন্সেলর যশোবন্তী শ্রীমানিকে সকাল ১১টা থেকে দুপুর ১টা ও বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পাওয়া যাবে। ৯৮৩০৪৩৪৬৮৫ নম্বরে ফোন করে চিকিৎসক সুবর্ণা সেনের সঙ্গে কথা বলতে পারবে শিশুরা। পাশাপাশি আরও ২ জন মনোরোগ বিশেষজ্ঞ রয়েছেন ওই টিমে। এক্ষেত্রে রাজ্য শিশু কমিশন সূত্রের খবর, করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষ মানসিক চাপের মধ্যে রয়েছেন। শিশুদের উপরও এর বিরূপ প্রভাব পড়েছে। প্রতিনিয়ত তারা অনেক কিছু দেখছে, যা তাদের মানসিক অবসাদের মধ্যে ঠেলে দিতে পারে। এই সময় শিশুদের মন ভাল রাখতে কমিশন এই হেল্পডেস্ক চালু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here