Home Miscellaneous লালবাজারে ক্রাইম কনফারেন্স

লালবাজারে ক্রাইম কনফারেন্স

64
0
Lal Bazar
Lal Bazar

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : লালবাজারে ক্রাইম কনফারেন্স। সূত্রের খবর, লকডাউন পর্বে ৩ মাস বন্ধ থাকার পর আবার শুরু কলকাতা পুলিশের মাসিক ক্রাইম কনফারেন্স। উল্লেখ্য, কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মার নেতৃত্বে লালবাজারে এই ক্রাইম কনফারেন্স হওয়ার কথা। লালবাজার সূত্রে এই খবর পাওয়া যায়। করোনা আবহে এবারের ক্রাইম কনফারেন্সকে অনেকটাই ছোট করা হয়েছে। এ বিষয়ে আরও জানা যায়, এই কনফারেন্সে পুলিশ কমিশনার ও গোয়েন্দা প্রধান ছাড়াও স্পেশাল সিপি, অতিরিক্ত পুলিশ কমিশনার ও যুগ্ম কমিশনার পদমর্যাদার অফিসার, ডিভিশনের ডিসিরা উপস্থিত থাকবেন। ক্রাইম কনফারেন্সে উপস্থিত থাকার কথা কলকাতা পুলিশ ও গোয়েন্দা বিভাগের সব ওসি, এসি, ডিসি, ব্যাটালিয়নের ডিসি, কোর্ট ইনস্পেক্টররা। এবার ভিন্ন পরিস্থিতিতে এই স্তরের অফিসাররা সরাসরি কনফারেন্সে থাকতে পারছেন না বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে করোনার প্রকোপ শুরু হওয়ায় মার্চ, এপ্রিল ও মে পর্যন্ত ৩ মাস ক্রাইম কনফারেন্স হয়নি। অন্যদিকে গত এপ্রিল থেকে গোয়েন্দা প্রধান ভিডিও কনফারেন্স করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here