Home Miscellaneous রাশিয়ায় ভ্লাদিমির পুতিনকে রক্ষায় সুড়ঙ্গ

রাশিয়ায় ভ্লাদিমির পুতিনকে রক্ষায় সুড়ঙ্গ

35
0
Vladimir Putin-1
Vladimir Putin-1

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ভ্লাদিমির পুতিনকে রক্ষা করতে বিশেষ সুড়ঙ্গ রাশিয়ায়। সূত্রের খবর, করোনার হাত থেকে প্রেসিডেন্ট পুতিনকে বাঁচাতে একটি সুড়ঙ্গ তৈরি করা হয়েছে রাশিয়ায়। মস্কো থেকে দূরে নভো-ওগারিওভোতে রুশ প্রেসিডেন্টের একটি সরকারি বাসভবন রয়েছে। ওই স্থানেই সকলের সঙ্গে সাক্ষাৎ করে থাকেন প্রেসিডেন্ট। সেই বাসভবনের বাইরে একটি সুড়ঙ্গ তৈরি করা হয়েছে। সূত্রের আরও খবর, পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে হলে সকলকে ওই সুড়ঙ্গের ভিতর দিয়ে আসতে হবে। সুড়ঙ্গের ভিতরে রয়েছে জীবাণু শোধন ব্যবস্থা। একটি রুশ সংস্থা এই সুড়ঙ্গ তৈরি করেছে। সুড়ঙ্গের ছাদ ও দু-পাশ থেকে জীবাণুনাশক ছেটানোরও কাজ চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here