কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : লকডাউন পর্বে অনেক সংস্থায় কর্মী ছাঁটাই চলছে। তবে সাহারা ইন্ডিয়া পরিবার সূত্রে জানানো হয়েছে, তাদের সংস্থায় কোনও কর্মী ছাঁটাই হয়নি। বরং ৪ লক্ষ ৫ হাজার ৮৭৪ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। ওই সংস্থা সূত্রে আরও জানানো হয়েছে, গত ১০ জুন ৪ হাজার ৮০৮ জন বর্ধিত বেতন-সহ প্রমোশন পেয়েছেন। সাহারা ইন্ডিয়া সূত্রে জানা যায়, লকডাউনের কারণে অন্য বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির মতোই তারাও আর্থিকভাবে সমস্যায় পড়েছে। তার প্রভাব কর্মীদের উপর পড়েনি। পাশাপাশি ওই সংস্থা সূত্রে বলা হয়েছে, বিভিন্ন রাজ্যে ফিরে যাওয়া পরিযায়ী শ্রমিকদের যোগ্যতা অনুযায়ী কোনও কাজে নিযুক্ত করা যায় কি না, সেই ব্যাপারেও ভাবনা-চিন্তা চলেছে।