Home Miscellaneous পরীক্ষা নিয়ে সিবিএসই-কে নির্দেশ শীর্ষ আদালতের

পরীক্ষা নিয়ে সিবিএসই-কে নির্দেশ শীর্ষ আদালতের

37
0
CBSE Student
CBSE Student

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : পরীক্ষা নিয়ে সিবিএসই-কে সিদ্ধান্ত জানাতে নির্দেশ দিল কোর্ট। সূত্রের খবর, পরিস্থিতি পর্যালোচনা করে বাকি থাকা পরীক্ষাগুলি সম্পর্কে কী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, তা ২৩ জুনের মধ্যে জানানোর জন্য সিবিএসই-কে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আবার বাকি পরীক্ষাগুলি না নিয়ে শুধুমাত্র ইন্টারনাল অ্যাসেসমেন্টের ভিত্তিতে নম্বর দেওয়া যায় কি না, সে বিষয়েও সিবিএসই-কে বিবেচনা করে দেখতে বলা হয়েছে। উল্লেখ্য, বিচারপতি এ এম খানউইলকর, বিচারপতি দীনেশ মহেশ্বরী ও বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন। উল্লেখ করা যায়, করোনা পরিস্থিতিতে দেশব্যাপী লকডাউন পর্বে সিবিএসই ১৯ থেকে ৩১ মার্চের মধ্যেকার পরীক্ষাগুলি স্থগিত করে দিয়েছে। এই পরীক্ষাগুলি হওয়ার কথা ১ থেকে ১৫ জুলাইয়ের মধ্যে। অভিভাবকরা পরীক্ষা বাতিলের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here