Home Miscellaneous বিশ্বভারতীর দ্বিতীয় ক্যাম্পাস উত্তরাখণ্ডের রামগড়ে

বিশ্বভারতীর দ্বিতীয় ক্যাম্পাস উত্তরাখণ্ডের রামগড়ে

31
0
biswabharoti
biswabharoti

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: রামগড়ে হবে বিশ্বভারতীর দ্বিতীয় ক্যাম্পাস। উত্তরাখণ্ডের রবীন্দ্র স্মৃতিধন্য হৈমন্তী বাড়ি এখন দেখভালের অভাবে ভগ্নদশায়। এখানেই নয়া ক্যাম্পাস তৈরি হবে। সূত্রের খবর, রবীন্দ্রভারতীর দ্বিতীয় ক্যাম্পাস হিসেবে রবীন্দ্র স্মৃতিধন্য রামগড়ই প্রথম পছন্দ কেন্দ্রীয় সরকারের। জানা গিয়েছে, এই বিষয়টি প্রধানমন্ত্রীর গোচরে এনেছিলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী স্বয়ং।

সেই ইঙ্গিত পাওয়ার পরই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিশ্বভারতীকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যায়। সূত্রের আরও খবর, কবির ব্যবহৃত হৈমন্তী বাড়ি এখন “টেগোর টপ” নামে পরিচিত। রক্ষণাবেক্ষণের অভাবে তা নষ্ট হতে বসেছে। জানা যায়, কবি এই বাড়িতে বসে ‘বলাকা’ কাব্যগ্রন্থের বিখ্যাত কবিতা ‘সর্বনেশে’, ‘আহ্বান’ ও ‘শঙ্খ’ রচনা করেছিলেন। ওই বাড়িটিকে কেন্দ্র করে একটি প্রদর্শনশালা করার উদ্যোগ শুরু হয়েছে বলেও জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here