Home Miscellaneous ৬৭ শতাংশ ক্রেতাই এখন কেনাকাটা করতে আগ্রহী নন: সমীক্ষা

৬৭ শতাংশ ক্রেতাই এখন কেনাকাটা করতে আগ্রহী নন: সমীক্ষা

29
0
empty market
empty market

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: রিটেলার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার একটি সাম্প্রতিক সমীক্ষায় একটি তথ্য সামনে এসেছে। ওই সমীক্ষায় জানা গিয়েছে, ৬৭ শতাংশ ক্রেতাই এখন কেনাকাটা করতে বাইরে বেরোতে আগ্রহী নন। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, ঝিমিয়ে পড়া অর্থনীতি ও আয় কমে যাওয়ার কারণে ৭৮ শতাংশ দেশবাসী লকডাউন পরবর্তী পর্যায়ে অত্যাবশ্যকীয় পণ্য বাদ দিয়ে দৈনন্দিন খরচে রাশ টানবে। এটি দেশের খুচরো বিক্রেতাদের জন্য আশাব্যাঞ্জক তথ্য নয় বলেও জানানো হয়েছে। ‘আনলকিং ইন্ডিয়ান কনজিউমার সেন্টিমেন্ট পোস্ট লকডাউন’ শীর্ষক সমীক্ষায় আরও জানা গিয়েছে, সার্বিকভাবে দেশে লকডাউন শেষ হওয়ার প্রথম ৩ মাস কাটার পরই ৬২ শতাংশ ক্রেতা দোকানে যেতে আগ্রহী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here